এবার একলাফে অনেকটাই কমল গ্যাসের দাম! কলকাতা সহ এই ১৬ টি শহরে বড়সড় স্বস্তিতে গ্রাহকেরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি দেশকে দূষণহীন জ্বালানি নির্ভর অর্থনীতি হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমতাবস্থায়, প্রাকৃতিক গ্যাসের (Natural Gas) দাম নির্ধারণের ক্ষেত্রেও নিয়ে আসা হয়েছে বদল। এই বদলের জেরে জ্বালানি হিসেবে ব্যবহৃত CNG এবং PNG-র দাম একলাফে ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ঠিক সেই আবহেই এবার GAIL (Gas Authority Of India Ltd.)-এর তরফে জানানো হয়েছে যে, দেশের মোট ১৬ টি জায়গায় জ্বালানির দাম কমানো হয়েছে।

শুধু তাই নয়, একলাফে প্রায় ১২ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে বলেও জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এর ফলে অনেকটাই চাপ কমবে সাধারণ মানুষের। কারণ, বর্তমান সময়ে জ্বালানির ক্রমবর্ধমান দামের কারণে খরচ সামলাতে রীতিমতো কালঘাম ছুটছে মধ্যবিত্তদের। এমতাবস্থায়, জ্বালানির দাম কমে যাওয়ার কারণে সারা দেশের প্রায় ১০.৫০ মিলিয়ন পরিবার উপকৃত হবেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, GAIL ছাড়াও দিল্লির ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড NCR-সহ বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ করে। তারাও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আপাতত দিল্লিতে CNG-র দাম প্রতি কেজিতে ৭৯.৫৬ টাকা থেকে কমে হয়েছে ৭৩.৫৯ টাকা। পাশাপাশি, PNG-র ক্ষেত্রেও ৯.৩৩ শতাংশ দাম কমেছে বলে জানা গিয়েছে।

এদিকে, গ্যাসের দাম সবচেয়ে বেশি কমেছে ব্যাঙ্গালোর এবং দক্ষিণ কলকাতায়। উল্লেখ্য যে, এই ছাড় সাধারণত CNG এবং PNG তেই মিলবে। CNG-র দাম প্রায় ৭.৮২ শতাংশ কমে যাওয়ার পাশাপাশি PNG-র দাম ১১.৯৬ শতাংশ কমে গিয়েছে। এদিকে, ব্যাঙ্গালোর ও দক্ষিণ কন্নড়ে ডোমেস্টিক PNG-র দাম প্রতি SCM অর্থাৎ Standard Cubic Meter-এ ৭ টাকা হ্রাস পেয়েছে। পাশাপাশি, অন্যান্য এলাকাতেও ৬ টাকা কমে গিয়েছে দাম।

এই প্রসঙ্গে GAIL জানিয়েছে যে, সোনিপত, মির্জাপুর, দেওয়াস, মিরাট, ধানবাদ, আদিত্যপুর, রৌরকেল্লা, রাইসেন সহ একাধিক জায়গায় ডোমেস্টিক PNG-র দাম প্রতি SCM-এ ৫২.৫০ টাকা হয়েছে। এমতাবস্থায়, মিরাট এবং সোনিপতে প্রতি কেজিতে CNG-র নয়া দাম হল ৮৫ টাকা। পাশাপাশি, দেওয়াস ও দেরাদুনের ক্ষেত্রে এই দাম হল ৯২ টাকা। এছাড়াও, রাইসেন, ধানবাদ, আদিত্যপুর, পুরী এবং রৌরকেল্লার ক্ষেত্রে ৯১ টাকা ও মিরজাপুরের ক্ষেত্রে দাম হল প্রতি কেজিতে ৮৭ টাকা।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X