বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যখন প্রতিটি জিনিসপত্রের দামেই উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে ঠিক সেই আবহেই এবার সাধারণ মানুষদের কথা ভেবে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল সরকার (Government)। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন আমআদমিরা। মূলত, এবার অর্থমন্ত্রক একটি সুখবর সামনে এনেছে। এবার কেন্দ্রীয় সরকার বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টসের কেনার ক্ষেত্রে GST (Goods and Services Tax)-র পরিমাণ কমিয়েছে।
অর্থাৎ, এবার থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্টস কেনার ক্ষেত্রে গ্রাহকদের আর ৩১.৩ শতাংশ GST দিতে হবে না। যার ফলে ফ্যান, কুলার, গিজারের মতো যন্ত্রগুলি আরও সুলভে মিলবে। উল্লেখ্য যে এমনিতেই দেখা যায় যে, এই ইলেকট্রনিক্স প্রোডাক্টসগুলির দাম বেশ চড়া থাকে। আর সেই দামের ওপরে যুক্ত হত অতিরিক্ত GST। ফলে, এগুলি কেনার ক্ষেত্রে রীতিমতো কালঘাম ছুটতো মধ্যবিত্তদের। তবে, এবার অনেকটাই স্বস্তি মিলবে। এমনকি, এবার কমতে চলেছে মোবাইলের দামও।
GST-তে বড়সড় কাটছাঁট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মোবাইল ফোন, LED বাল্বের পাশাপাশি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, গিজারের মতো হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টসগুলিতে GST-র ক্ষেত্রে বড়সড় হ্রাস করা হয়েছে। অর্থ মন্ত্রকের মতে, মোবাইল ফোন, স্মার্ট টিভি, LED বাল্ব, ফ্রিজ, ইউপিএস, ওয়াশিং মেশিনের উপর GST ৩১.৩ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রকের তরফে টুইট করে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
সস্তা হবে টিভি: এদিকে, GST-র নতুন হার অনুসারে, আপনি যদি ২৭ ইঞ্চি বা তার থেকে কম সাইজের টিভি কেনেন, সেক্ষেত্রে আপনাকে আগের তুলনায় কম খরচ করতে হবার। তবে, ৩২ ইঞ্চি বা তার বেশি আকারের টিভিগুলিতে দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, সেগুলিতে আগের মতোই ৩১.৩ শতাংশ GST প্রযোজ্য হবে।
https://twitter.com/FinMinIndia/status/1674613768939274240?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1674613768939274240%7Ctwgr%5Ed4999196a58484382fdf83ac00f56fa39c40f037%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.abplive.com%2Ftechnology%2Fbig-cut-in-gst-on-mobile-phone-tv-refrigerator-and-many-home-applainces-check-ministry-of-finance-s-full-list-here-2443364
মোবাইল ফোনের দামও কমবে: বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করেন বা এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। তবে, এবার মোবাইলও সস্তা হতে চলেছে। মূলত, সরকার মোবাইল ফোনের ক্ষেত্রে লাগু হওয়া GST-তে বড়সড় কাটছাঁট করেছে। আগে এই GST-র হার ছিল ৩১.৩ শতাংশ। যা এখন কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। এদিকে, এর ফলে এবার মোবাইল ফোন প্রস্তুতকারীরা দাম কমাতে পারে। পাশাপাশি, সব মিলিয়ে আসন্ন উৎসবের মরশুমে মোবাইল ফোন কিনলে সেটি কম খরচে কেনাকাটা করা যাবে।