Indian Railways: উৎসবের মরশুমে ফের দুঃসংবাদ! এবার প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ল তিনগুণ

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে টান পড়তে চলেছে পকেটে! এবার ফের একবার প্ল্যাটফর্ম টিকিটের (Platform Tickets) দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে, ৫ অক্টোবর অর্থাৎ, বুধবার থেকে নয়াদিল্লি সহ দিল্লি-এনসিআর-এর প্রধান রেল স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিটের দাম একলাফে তিনগুণ বাড়ানো হবে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে দিল্লি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার আদেশ জারি করেছেন।

উৎসবের মরশুমে ভিড়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে: মূলত, নবরাত্রি ও দশেরার কারণে রেলস্টেশনগুলিতে আগের চেয়ে বেশি যাত্রীর ভিড় পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি, আগামী দিনগুলিতে দীপাবলি, ছটপুজো ও অন্যান্য উৎসবের কারণে স্টেশনগুলিতে আরও ভিড় বাড়বে। এমতাবস্থায়, রেলের আধিকারিকরা জানিয়েছেন, উৎসবের আবহে ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে সবাই অকারণে প্ল্যাটফর্মে ভিড় বাড়াতে না পারেন।

উল্লেখ্য যে, বিগত বছরগুলিতে, প্রচণ্ড ভিড়ের কারণে দীপাবলি এবং ছটপুজোর সময় প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিষিদ্ধ ছিল। যার কারণে প্ল্যাটফর্মে শুধুমাত্র যাত্রীদের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি, করোনার সময় প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ৫০ টাকা করে দেওয়া হয়েছিল।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্ল্যাটফর্ম টিকিট আগে মাত্র ৫ টাকায় পাওয়া যেত। এমতাবস্থায়, রেল পরে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করে দেয়। শুধূ তাই নয়, করোনার সময় যখন ট্রেনগুলি আবার চালু করা হয়েছিল, তখন অনেক স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা করে দেওয়া হয়। মূলত, করোনার সময় যাত্রীদের ভিড়ের সংখ্যা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Untitled design 2022 06 11T110955.334

এই স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়বে: নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে নতুন দিল্লি, পুরোনো দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল, হযরত নিজামুদ্দিন, দিল্লি সরাই রোহিলা এবং গাজিয়াবাদে বর্ধিত মূল্যে প্ল্যাটফর্ম টিকিট পাওয়া যাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই দক্ষিণ রেলওয়ে (Southern Railway) ভিড় এড়াতে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বৃদ্ধি করেছে। নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, এবার থেকে ১০ টাকার প্ল্যাটফর্ম টিকিটের জন্য ২০ টাকা দিতে হবে সেখানে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর