যাত্রীদের কথা ভেবে ফের বড় পদক্ষেপ রেলের! সফর করার আগে অবশ্যই নিন জেনে

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিহণের একটি উল্লেখযোগ্য মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Train) চেপেই পোঁছে যান নিজেদের গন্তব্যে। তবে, ট্রেনে সফরের ক্ষেত্রে কিছু নিয়মও রয়েছে। যেগুলি মেনে চলতে হয় যাত্রীদের। এমনিতেই, ট্রেনে আগে পোষ্যদের নিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতেন যাত্রীরা। তবে, এবার জানা গিয়েছে যে, এই সমস্যার সমাধানে সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারে।

ট্রেনের টিকিট: ইতিমধ্যে রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, রেল মন্ত্রক একটি নতুন নিয়ম আনতে চলেছে। যার মাধ্যমে পোষ্য কুকুর বা বিড়ালকে ট্রেনে চাপিয়ে সহজেই সফর করা যাবে। উল্লেখ্য যে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) পোষ্য প্রাণীদের জন্য অনলাইন টিকিট বুকিংয়ের অনুমতি দিতে পারে। আগে পোষা প্রাণীর মালিকদের ভ্রমণের দিনে প্ল্যাটফর্মে পার্সেল বুকিং কাউন্টারে গিয়ে ফার্স্ট ক্লাস AC টিকিট, কেবিন বা কুপটি বুক করার পাশাপাশি পুরো কুপটি রিজার্ভ করতে বলা হত।

এমতাবস্থায়, যাত্রীদের তাঁদের পোষ্য প্রাণীকে দ্বিতীয় শ্রেণির লাগেজ এবং ব্রেক ভ্যানে একটি বাক্সের সাথে বহন করার অনুমতি দেওয়া হয়নি। এই সমস্যা সমাধানের জন্য, রেল মন্ত্রক পোষ্যদের জন্য অনলাইন টিকিট বুকিং শুরু করার পরিকল্পনা করছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রক AC-1 শ্রেণির ট্রেনে পোষা প্রাণীদের জন্য অনলাইন বুকিং সুবিধার প্রস্তাব করেছে। ওই প্রস্তাবে টিটিইকে পোষা প্রাণীকে বোর্ডে বুক করার ক্ষমতার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

কি জানিয়েছে মন্ত্রক: এই প্রসঙ্গে মন্ত্রক জানিয়েছে যে এর ফলে পোষ্যদের নিয়ে যাত্রীদের ভ্রমন করার বিষয়টি আরও সুবিধাজনক এবং আরামদায়ক করে তুলবে। রিপোর্টে বলা হয়েছে যে, রেলওয়ে, বোর্ড সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS)-কে সফ্টওয়্যারে পরিবর্তন করতে বলেছে যাতে IRCTC-র ওয়েবসাইটে পোষা প্রাণীদের অনলাইন বুকিংয়ের সুবিধা শুরু করা যায়।

পাশাপাশি, রিপোর্টে আরও বলা হয়েছে যে, অনলাইন পরিষেবার মাধ্যমে, রেল যাত্রীরা ট্রেনের প্রথমে চার্ট তৈরি হওয়ার পরে তাঁদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে IRCTC-র ওয়েবসাইটে অনলাইনে পোষ্যদের জন্য টিকিট বুক করতে পারবেন। তবে, শুধুমাত্র যাত্রীর টিকিট নিশ্চিত হলেই সেক্ষেত্রে তা সম্ভব হবে। আধিকারিকরা জানিয়েছেন যে, পোষ্যদের জন্য অনলাইন বুকিং সুবিধা শুরু হওয়ার পরে, টিটিই-র কাছে কুকুর-বিড়ালের টিকিট বুক করার ক্ষমতাও থাকবে।

নিয়ম: জানা গিয়েছে, পোষ্যদের এসএলআর কোচে রাখা হবে। পাশাপাশি, তাদের মালিকরা ট্রেনের স্টপেজে পোষ্যদের জল, খাবার ইত্যাদি সরবরাহ করতে পারেন। পাশাপাশি, অনলাইনে গরুর টিকিট বুকিংয়ের জন্যও কিছু শর্ত দিয়েছে রেল। মূলত, যাত্রীর টিকিট নিশ্চিত করতে হবে। পাশাপাশি, যাত্রী টিকিট বাতিল করলে সেক্ষেত্রে পোষ্যর জন্য কাটা টিকিটের ক্ষেত্রে কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।

indian railways train main 1500x785

এছাড়াও, ট্রেনটি বাতিল বা তিন ঘণ্টার বেশি দেরি করলেও পোষ্যদের টিকিটের ফি ফেরত দেওয়া হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র যাত্রীর টিকটের ফি ফেরত দেওয়া হবে। আধিকারিকরা আরও জানিয়েছেন যে ঘোড়া, গরু, মহিষ ইত্যাদির মতো বড় গৃহপালিত প্রাণীর বুকিংয়ের পরে সেগুলিকে মালগাড়িতে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে সফরের সময় তাঁদের যত্ন নেওয়ার জন্য একজন ব্যক্তি (মালিকের পক্ষ থেকে) থাকা উচিত। কারণ, প্রাণীগুলির কোনো ক্ষতি হলে মালিক দায়ী থাকবেন। অর্থাৎ, এর জন্য রেল দায়ী থাকবে না।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর