বাংলা হান্ট ডেস্ক: সবেমাত্র শুরু হয়েছে সফর। এমনকি, রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)-কে ঘিরে যাত্রীদের মধ্যেও রয়েছে তুমুল আগ্রহ। কিন্তু, গত তিন দিনে দু’বার আক্রান্ত হল বহু আলোচিত এই ট্রেন। বন্দে ভারত চালু হতেই প্রথমে কুমারগঞ্জ স্টেশনের কাছে পাথর মেরে ভাঙা হয় ট্রেনের দরজার কাঁচ। পাশাপাশি গত মঙ্গলবার এনজেপি ঢোকার মুখেও পাথর মারা হয়। এমতাবস্থায়, এই দু’টি ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে রেল কর্তৃপক্ষ।
তবে, এবার পাথর মেরে কাঁচ ভাঙার পর বন্দে ভারতের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার আরপিএফের পাশাপাশি জিআরপিও থাকবে বন্দে ভারত এক্সপ্রেসে। শুধু তাই নয়, খোলা হচ্ছে একটি বিশেষ হোয়্যাটস অ্যাপ গ্রুপও। এদিকে, এই দু’দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে জিআরপির তরফে তদন্ত করা হচ্ছে বলেও জানা গিয়েছে।
এই প্রসঙ্গে বুধবার শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের এসআরপি অফিসে জিআরপির সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ এস. সেলভামুরুগান বিস্তারিত তথ্য জানিয়েছেন। পাশাপাশি, তিনি আরপিএফ ও জিআরপির আইসি এবং ওসিদের সঙ্গে বন্দে ভারতের নিরাপত্তা নিয়ে একটি বৈঠকও করেন। সেখানেই স্থির হয়ে যে, ওই বিশেষ হোয়াটস অ্যাপ গ্রুপে উত্তরবঙ্গের প্রতিটি স্টেশনের জিআরপির আইসি ও ওসিরা থাকবেন।
এমতাবস্থায়, বন্দে ভারত স্টেশনগুলি পেরোলেই তা তৎক্ষণাৎ জানানো হবে সংশ্লিষ্ট গ্রূপে। এছাড়াও ঠিক হয়েছে যে, বন্দে ভারত এক্সপ্রেসে জিআরপির তরফে কয়েকজন কর্মী এনজেপি থেকে হাওড়া পর্যন্ত যাবেন। এই প্রসঙ্গে এস. সেলভামুরুগান জানিয়েছেন, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এবার আঁটোসাঁটো করা হচ্ছে বন্দে ভারতের নিরাপত্তা।
এদিকে, আরপিএফের পাশাপাশি ট্রেনে মোতায়েন থাকবে জিআরপি। এছাড়াও, বন্দে ভারতের পুরো সফরে নজরদারি চালাবেন পুলিশকর্মীরা। তাঁর মতে, “যে সব স্টেশন লাগোয়া এলাকায় ঘটনাগুলো ঘটেছে সেখানে স্থানীয় পুলিশ ও সাধারণ মানুষের সাহায্যে সচেতনতা আরও বাড়াতে হবে।”