দুর্দান্ত সেল নিয়ে এল ফ্লিপকার্ট! এবার ১০,৬৯৯ টাকার স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র ৫৯৯ টাকায়

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যতই দিন এগোচ্ছে ততই অনলাইন শপিংয়ের (Online Shopping) প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ। এমতাবস্থায়, গ্রাহকদের জন্য প্রায়শই বিভিন্ন রকমের ডিসকাউন্ট তথা সেল শুরু করে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি। সেই রেশ বজায় রেখেই এবার ফ্লিপকার্টে (Flipkart) শুরু হয়েছে Big Saving Days Sell। ১১ মার্চ থেকে শুরু হওয়া এই সেল আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে।

এমতাবস্থায়, এই সেলে, Flipkart-এ উপলব্ধ বিভিন্ন প্রোডাক্টের কেনাকাটার উপর দুর্দান্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকেরা। পাশাপাশি, ফ্লিপকার্টের এই সেলে ইলেকট্রনিক আইটেমগুলির ক্ষেত্রেও মিলবে বিশাল ছাড়। শুধু তাই নয়, স্মার্টফোনও আপনি কিনতে পারবেন অবিশ্বাস্য কম দামে। এদিকে, ওই সেলে এমন একটি স্মার্টফোন রয়েছে যা গ্রাহকেরা ১,০০০ টাকারও কম দামে কিনতে পারবেন। যেখানে সেটির আসল এর দাম হল ১৬,৯৯৯ টাকা। এমন পরিস্থিতিতে, আপনিও যদি এই স্মার্টফোনটিকে কিনতে চান সেক্ষেত্রে কিভাবে ডিসকাউন্ট মিলবে সেই প্রসঙ্গটি এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে উপস্থাপিত করা হল।

রয়েছে দুর্দান্ত ডিসকাউন্ট: মূলত, Flipkart Big Saving Days সেল চলাকালীন যে স্মার্টফোনটিতে সর্বোচ্চ ছাড় দেওয়া হচ্ছে সেটির নাম হল Samsung Galaxy F13। এই স্মার্টফোনটির ১২৮ GB স্টোরেজ এবং ৪ GB র‍্যামের মডেলটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই স্মার্টফোনটির আসল দাম ১৬,৯৯৯ টাকা হলেও গ্রাহকদের এখন ৩৭ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার ফলে ওই স্মার্টফোনের দাম কমে হয়েছে মাত্র ১০,৬৯৯ টাকা। এই দামে, খুব সহজেই কেনা যাবে এই স্মার্টফোন। যদিও, এই ফোন কেনার ক্ষেত্রেই রয়েছে আরও একটি অফার। যেটির সাহায্যে আপনি একদম নামমাত্র দামে ফোনটি কিনতে পারবেন।

থাকছে এক্সচেঞ্জ অফারের সুবিধা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই স্মার্টফোনটি কেনার জন্য একটি এক্সচেঞ্জ অফারের সুবিধাও গ্রাহকদের দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই, আমরা জানিয়েছি যে, এই ফোনটি আপাতত ১০,৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে, কোম্পানির তরফে ১০,১০০ টাকার এক্সচেঞ্জ বোনাস অফারও দেওয়া হচ্ছে।

sgf13 cov sho sel 1 1130664 1658934401

এমতাবস্থায়, এই টেক্সট রেঞ্জ বোনাসটিকে কাজে লাগিয়ে আপনি যদি স্মার্টফোনটি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ৫৯৯ টাকা দিতে হবে। উল্লেখ্য যে, এই অফারটি শুধুমাত্র কয়েক দিনের জন্য চলবে। তাই আপনি যদি এটির সুবিধা নিতে চান সেক্ষেত্রে এখনই এটিকে কাজে লাগান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর