বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। মূলত, এবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনে চাকরির সুযোগের পরিপ্রেক্ষিতে সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল-কাম-লেবার কোর্টে নিয়োগ করা হবে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
করা হবে নিয়োগ: এক্ষেত্রে মূলত, মন্ত্রকের অধীনে জেনারেল সেন্ট্রাল সার্ভিস বিভাগে এই নিয়োগ করা হবে। পাশাপাশি, ডেপুটেশনে নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে। এছাড়াও, জানিয়ে রাখি যে প্রাথমিকভাবে এই ডেপুটেশনের মেয়াদ হবে এক বছর। যেটি তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ, যতদিন না ওই পদে নিয়োগ করা হচ্ছে, ততদিন পর্যন্ত মেয়াদের পরিমাণ বর্ধিত করা হবে।
প্রয়োজনীয় যোগ্যতা:
১. এই নিয়োগের ক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো বোর্ড থেকে দ্বাদশ শ্রেনি উত্তীর্ণ হতে হবে।
২. পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের যেকোনো বিভাগে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ৫৬ বছর বা তার কম।
আরও পড়ুন: ছিলনা কোনো কোচিং! প্রথম প্রচেষ্টাতেই UPSC-তে সফল হয়ে মাত্র ২১ বছর বয়সে IPS হলেন আদর্শ
বেতনের পরিমাণ: এই পদের বেতনের পরিমাণ হবে সর্বোচ্চ ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা।
আরও পড়ুন: বিদ্যুৎ, খাবার, জল…সব বন্ধ! গাজার বিরুদ্ধে বড় অ্যাকশন ইজরায়েলের, পুরো ঘিরে ফেলার নির্দেশ
আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়: বায়োডাটা সহ প্রয়োজনীয় শংসাপত্র পাঠাতে হবে The Presiding Officer Central Government Industrial Tribunal-cum-Labour Court, B-Block, 7th Floor, Multi Storey Building, Lal Darwaja, Ahmedabad (Gujarat)-380001-এই ঠিকানায়।
গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মূলত, গত ৪ অক্টোবর থেকে আবেদনের সময় শুরু হয়েছে। এমতাবস্থায়, এক মাস পর্যন্ত সময় রয়েছে আবেদন করার জন্য। পাশাপাশি, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।