বাংলা হান্ট ডেস্ক: ভ্রমণপিপাসু বাঙালিদের কাছে বেড়ানোর অন্যতম পছন্দের ডেস্টিনেশন হল দার্জিলিং (Darjeeling)। তবে, শুধুমাত্র বাঙালিই নয় বরং সমগ্ৰ দেশ তথা বিদেশ থেকেও প্রতি বছর হাজার হাজার পর্যটক বেড়াতে যান দার্জিলিং এবং তার আশেপাশের এলাকাগুলিতে। এদিকে, দার্জিলিংয়ে সফরের পরিকল্পনা থাকলেই পর্যটকরা যেটির জন্য মুখিয়ে থাকেন তা হল টয়ট্রেন (Toy Train)।
তবে, এবার এই টয়ট্রেনের প্রসঙ্গেই এক বড়সড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রেকর্ড আয় হাসিল করেছে। এদিকে, ভারতীয় রেলের এই শাখাই দার্জিলিংয়ে টয়ট্রেন চালায়। ইতিমধ্যেই গত বুধবার সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০২২-২৩ অর্থবর্ষে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ১৯ কোটি ২১ লক্ষ টাকা আয় করেছে।
এদিকে, ২০২১-২২ অর্থবর্ষে এই আয়ের পরিমান ছিল ৭ কোটি ৯২ লক্ষ টাকা। যদিও, সেই সময়ে আবার দেশ জুড়ে করোনার মত ভয়াবহ মহামারীর প্রকোপও বজায় ছিল। সেই রেশ বজায় রেখেই তার আগের বছরেও করোনা কাঁটায় বিপর্যস্ত ছিল গোটা দেশ। তবে, ২০১৮-১৯ অর্থবর্ষে আয়ের পরিমান ছিল ভালোই। পরিসংখ্যান অনুযায়ী সেবছরে আয় হয়েছিল ১১ কোটি ৯১ লক্ষ।
যদিও, তারপরে রেলের ভাড়ায় একাধিক বদল হয়েছে। এমনকি, যাত্রী সংখ্যার পরিপ্রেক্ষিতেও ২০২২-২৩ অর্থবর্ষে বিপুলসংখ্যক যাত্রী পরিবহণ করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। হিসেব বলেছে, মোট ১ লক্ষ ৫৬ হাজার যাত্রী টয়ট্রেনে চড়েছেন। পাশাপাশি, ২০১৮-১৯ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ১ লক্ষ ১৮ হাজার। অর্থাৎ, যাত্রীসংখ্যার হার এবার অনেকটাই বেড়েছে।
এই প্রসঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন, “২০২২-২৩ অর্থবর্ষ দার্জিলিং হিমালয়ান রেলের পক্ষে অত্যন্ত গর্বের। ওই সময়ে রেকর্ড আয় হয়েছে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রতিদিন শিলিগুড়ি জংশন-দার্জিলিং রুটে দু’টি টয়ট্রেন যাতায়াত করে। পাশাপাশি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত জয় রাইড চালানো হয়। এমতাবস্থায়, পর্যটকদের কাছে এই টয়ট্রেন বিশেষ আগ্রহের সৃষ্টি করে।