বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি (Gautam Adani) প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার কাছ থেকে বড় ধাক্কা পেয়েছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শ্রীলঙ্কায় আদানি গ্রুপের ৪৪০ মিলিয়ন ডলারের বায়ু শক্তি প্রকল্প ঝুঁকির সম্মুখীন হয়েছে। শুধু তাই নয়, শ্রীলঙ্কা সরকার এই প্রকল্পের অনুমোদন পুনর্বিবেচনা করছে বলেও জানা গিয়েছে।
আদানি (Gautam Adani) পেলেন বড় ঝটকা:
এমতাবস্থায়, গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার মন্ত্রিসভায় নেওয়া এই সিদ্ধান্ত আদানির (Gautam Adani) বিদেশের মাটিতে কোম্পানির প্রসারের প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। রিপোর্টে বলা হয়েছে, অনুরা কুমারা ডিসানায়েকের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার নতুন সরকার বিদ্যুৎ ট্যারিফ এবং শক্তির সার্বভৌমত্ব সম্পর্কিত সম্ভাব্য উদ্বেগের কারণে এই প্রকল্পটি পর্যালোচনা করছে।
সরকার প্রকল্পটি পুনর্বিবেচনা করবে: সোমবার, শ্রীলঙ্কার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে, নতুন সরকার পূর্বের সরকারের দেওয়া অনুমোদন পুনর্বিবেচনা করবে। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী ভিজিথা হেরাথের মতে, আদানি গ্রিন এনার্জি লিমিটেড দ্বারা পরিচালিত এই প্রকল্পটি এর মূল্য নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছিল।
এদিকে, ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে হেরাথ এই প্রকল্পের জন্য অনুমোদিত বিদ্যুতের ট্যারিফ নিয়ে উদ্বেগের বিষয়ে মন্তব্য করে জানিয়েছেন যে, আগামী ১৪ নভেম্বর সম্পন্ন হতে চলা সংসদ নির্বাচনের পরে সরকার এটিকে নতুন করে দেখবে।
আরও পড়ুন: করণ জোহরের সাথে বড় চুক্তির অপেক্ষা! এবার বলিউডে এন্ট্রি নিতে চলেছেন আম্বানি
১৪ নভেম্বরের পর সিদ্ধান্ত নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেলের পক্ষে আদালতের পাঁচ সদস্যের বেঞ্চকে বলা হয়, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রকল্পটি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। আদালতকে বলা হয় ১৪ নভেম্বর সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠনের পর নতুন সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। উল্লেখ্য যে, রাষ্ট্রপতি ডিসানায়েকে গত ২১ সেপ্টেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁর ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোট প্রকল্পটি বাতিল করবে। এনপিপি দাবি করেছে যে, এই প্রকল্পটি শ্রীলঙ্কার জ্বালানি খাতের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইতিহাস গড়বেন বিরাট কোহলি! টেক্কা দেবেন শেহবাগ-পূজারাকেও
চুক্তিটি ছিল ২০ বছরের জন্য: জানিয়ে রাখি যে, আদানি গ্রুপ মান্নার এবং পুনরির উত্তর-পূর্বাঞ্চলে ৪৮৪ মেগাওয়াট বায়ু শক্তি উৎপাদনের জন্য ২০ বছরের চুক্তির সাথে ৪৪০ মিলিয়নের বেশি বিনিয়োগ করবে। তবে, বর্তমানে এই প্রকল্পটি শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে মৌলিক অধিকার সংক্রান্ত মামলার মুখোমুখি হচ্ছে।