অবিশ্বাস্য! এক সাথে দেখা মিলল তিন তিনটে সূর্য, ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্ক: সূর্য (Sun) ছাড়া সমগ্ৰ সৌরজগতই অচল। পাশাপাশি, আমাদের বিশ্বেও সমস্ত শক্তির উৎসস্থল হিসেবে কাজ করে এই নক্ষত্র। এমতাবস্থায়, সূর্যের আলোয় আলোকিত হয়েই সূচনা হয় দিনের। তবে, বর্তমান প্রতিবেদনে আমরা কেবল একটি সূর্য নিয়ে কথা বলবোনা। বরং, এবার খোঁজ পাওয়া গেছে একইসাথে তিন তিনটে সূর্যের! হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা এবার সামনে এসেছে। এমনকি, সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral) হতেও শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেখানে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।

মূলত, ওই ভিডিওটিতে সূর্যের ছটায় এমন এক দৃষ্টিবিভ্রম তৈরি হয়েছে যার ফলে একটির পরিবর্তে তিনটে সূর্য পরিলক্ষিত হয়েছে আকাশে। তবে, ভিডিওটি ২০১৭ সালে তোলা হলেও সেটি সম্প্রতি ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। এদিকে, আকাশে তিনটে সূর্যের এহেন উপস্থিতি অবাক করে দিয়েছে নেটিজেনদের।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই বিরল ঘটনাটি ঘটে সুইডেনে। বিস্তীর্ণ তুষারভূমির উপরে আকাশে জ্বলজ্বল করা সূর্য ও তার চারপাশে তৈরি হওয়া অপরুপ আলোর ছটার ভিডিওটি রেকর্ড করেছিলেন সুইডেনের এক আলোকচিত্রী। প্রসঙ্গত উল্লেখ্য যে, সাধারণত শীতল আবহাওয়ায় তুষারভূমিতেই এমন বিরল দৃশ্য দেখা যায়।

সূর্যের আলো বরফের উপরে পড়ে সেখান থেকে প্রতিসৃত হলে এই ধরণের দৃষ্টিবিভ্রমের শিকার হতে হয়। যার ফলে সূর্যের দুই প্রান্তে উজ্জ্বল আলোর ছটা-সহ উঁকি দিতে দেখা যায় আরও দু’টি সূর্যকে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, সূর্য বা চাঁদকে ঘিরে তৈরি ২২ ডিগ্রি অবস্থানে এই বিভ্রমটি তৈরি হয়। আর সেই কারণেই এই ঘটনাকে “২২ ডিগ্রির হ্যালো” হিসেবে অভিহিত করা হয়।

https://twitter.com/TheFigen_/status/1584513916763504640?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1584513916763504640%7Ctwgr%5Eee03fb9d27351a22235880f5e8ca54f1d0706fc7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fbreathtaking-video-of-magical-sun-halo-goes-viral%2F

এদিকে, ইতিমধ্যেই এই ভিডিও ঝড় তুলতে শুরু করেছে নেটমাধ্যমে। পাশাপাশি, এহেন দৃশ্য দেখতে পাল্লা দিয়ে ভিড় বাড়াচ্ছেন নেটিজেনরাও। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি প্রত্যক্ষ করেছেন প্রায় ১৬ লক্ষ জন। এমতাবস্থায়, সূর্য ও আলোর এই অপরূপ নিদর্শন দেখে ভিডিওটিকে “অবিশ্বাস্য সুন্দর” হিসেবে অভিহিত করছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর