বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে গোটা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে TreasureNFT। ইতিমধ্যেই TreasureNFT Learning এবং Charity-র স্বার্থে নতুন দিগন্তের সৃষ্টি করেছে। শুধু তাই নয়, TreasureNFT কি এবং কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে অর্থ উপার্জনের রাস্তা মিলবে এমন একাধিক বিষয় সম্পর্কে সকলকে অবগত করানোর জন্য যথার্থ জ্ঞান প্রদানের পাশাপাশি Charity এবং সমাজ কল্যাণ নিয়েও নয়া ভাবনার বিষয়টি তুলে ধরেছে এই সংস্থাটি।
বড় পদক্ষেপ TreasureNFT-র:
বাংলার বিভিন্ন প্রান্তে গরিব এবং পিছিয়ে পড়া মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে TreasureNFT। ছোট ছোট বাচ্চা হোক কিংবা মধ্যবিত্ত শ্রেণির মানুষ; কোথাও নতুন জামাকাপড় তো কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দানের দ্বারা এবং একাধিক স্থানে ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে সকলের মাঝে খুশির বাতাবরণ পৌঁছে দিয়েছে তারা। এর মাঝেই এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর বিষয়টি নিয়ে ঝাঁপিয়ে পড়ল TreasureNFT।
বিগত বেশ কয়েকদিন ধরে বন্যা কবলিত হয়ে পড়েছে বাংলার একাধিক প্রান্ত। গ্রামে গ্রামে বন্যার কারণে একের পর এক সমস্যার সম্মুখীন হয়ে চলেছে সকলে। এই পরিস্থিতিতে এবার সেই সকল মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল TreasureNFT। বন্যা দুর্গত মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জোগান শুরু করেছে সংস্থাটি। ইতিমধ্যেই ৩০০ জন পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, সয়াবিন, হলুদ, লবন, ORS দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।
TreasureNFT Rescue team দ্বারা এই দায়িত্ব পালন করা হয়ে চলেছে। TreasureNFT-র লিডার যুগল বাবু, মিঃ অভিজিৎ বাবুরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে তাঁরা ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ মিলি সরষের তেল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম পেঁয়াজ, ১০০ গ্রাম সয়াবিন, ১ কেজি লবণ, ৫০ গ্রাম ORS প্যাক এবং ২ লিটার পানীয় জল বিতরণ করবেন।
আরও পড়ুন: রয়েছে খুনের অভিযোগ! বাংলাদেশে পৌঁছলেই গ্রেফতার হবেন শাকিব? অবশেষে বড় আপডেট দিল BCB
ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত মলিঘাটি ৭ নম্বর অঞ্চলের নরহরিপুর ও মধুবনপুর বন্যা প্লাবিত এলাকার মানুষের মধ্যে শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়াও উদয়নারায়নপুর থেকে শুরু করে ঘাটাল এবং আরও একাধিক জায়গায় ত্রাণ পৌঁছে দিতে চলেছে TreasureNFT; এক্ষেত্রে TreasureNFT-র ম্যানেজার কেভিন এবং অন্যান্য লিডারদের তদারকিতে বাংলার একাধিক প্রান্তে ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন: এবার ডিফেন্স সেক্টরেও বাজবে আদানির ডঙ্কা! নিচ্ছেন বড় পদক্ষেপ, জানলে হয়ে যাবেন “থ”
TreasureNFT-র টেলিগ্রাম চ্যানেল:
https://t.me/IndiaTreasureNFT
TreasureNFT-র রেফারেল:
https://treasurenft.xyz/#/uc/register/?inviteCode=U8UIVL
https://treasurenft.xyz/#/uc/register/?inviteCode=UK7368
https://treasurenft.xyz/#/uc/register/?inviteCode=U8WQB0