বাংলা হান্ট ডেস্ক: প্রায় রোজই খবরের শিরোনামে থাকেন তিনি। তাঁর একের পর এক মন্তব্য “সুপারহিট” হয়ে যায় জনগণের মধ্যেও। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াই হোক কিংবা রাজনীতির মঞ্চ প্রতিটি ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রাখেন “কামারহাটির দামাল ছেলে” মদন মিত্র।
কিন্তু, এবার বিপদে পড়েছেন তিনি। ক্রমাগত দলের বিরুদ্ধে একের পর এক মন্তব্যের জেরে এবার শাস্তির মুখে পড়তে চলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে দলের শৃঙ্খলারক্ষা কমিটি কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলেও জানা গিয়েছে।
এমনিতে মাঝে মধ্যেই ফেসবুক লাইভের মাধ্যমে নিজের বক্তব্য পেশ করতে ভালোবাসেন মদন। তাঁর এই লাইভগুলি তুমুল ভাইরালও হয়ে নেটমাধ্যমে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় হু হু করে অনুরাগীর সংখ্যা বাড়ছে মদনের। যদিও, এর আগে তাঁকে ফেসবুক লাইভ করতে নিষেধ করা হয়েছিল দলের তরফে। এই নিয়ে একাধিকবার মদন মিত্রকে সতর্কও করেছিলেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়।
কিন্তু, এসবের মাঝেই গত বৃহস্পতিবার নতুন করে একটি ঘটনার সূত্রপাত হয়। জানা গিয়েছে যে, দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তৃণমূলের সংগঠনের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক।
সেখানে মদনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ কে হবেন? এই প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন যে,”আমার তো অভিষেকের মুখটা ভাল লাগে। মিষ্টি বাচ্চা ছেলে। আর কার কাকে ভাল লাগে সেটা আমি কীভাবে বলব? দলে মমতাদির পর অভিষেক ছাড়া আমার আর ভাল লাগার কেউই নেই। কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা।”
এদিকে, এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় তীব্র জল্পনা। অনেকেই বলতে থাকেন যে, আসলে ওই বক্তব্যের মাধ্যমে মদন সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়দেরই ইঙ্গিত করেছেন। তবে, এরপরেই বৃহস্পতিবার গভীর রাতে ফের ফেসবুক লাইভের মাধ্যমে মদন জানান যে, কাউকে আঘাত করতে “গোটা-মোটা-সোটা” মন্তব্য করেননি তিনি।
পাশাপাশি, শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করেও যে তিনি কিছু বলেননি তাও স্বীকার করে নেন মদন। তবে, তাতে চিঁড়ে ভেজেনি। এখন শোনা যাচ্ছে যে, লাগাতার এমন মন্তব্যের জেরে এবার কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে মদন মিত্রকে।
এছাড়াও, সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মদন মিত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও কোনো নির্দেশিকা ইস্যু হয়নি। যদিও, এই বিষয়ে এখনও মদন মিত্রের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।