বাংলা হান্ট ডেস্ক: গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত, কেন্দ্রীয় মন্ত্রিসভা উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য সিলিন্ডার প্রতি ২০০ টাকার ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও, পাটের MSP (Minimum Support Price) বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ-র অ্যাডিশনাল ইনস্টলমেন্ট রিলিজের অনুমোদনও দেওয়া হয়।
এবার উজ্জ্বলার সুবিধাভোগীরা প্রতিটি সিলিন্ডারে ২০০ টাকা ছাড় পাবেন: মূলত, উজ্জ্বলা গ্যাস প্রাপ্ত সুবিধাভোগীদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এখন প্রত্যেক উজ্জ্বলা এলপিজি সুবিধাভোগী ২০০ টাকার ছাড় পাবেন। বছরে ১২ টি সিলিন্ডারে এই ছাড় পাওয়া যাবে। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা রসোই গ্যাস যোজনার অধীনে দরিদ্রদের বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে।
কর্মচারীদের মহার্ঘ ভাতা রিলিজ করা হবে: এমতাবস্থায়, মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে তথ্য প্রদান করে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, ১ জানুয়ারি, ২০২৩ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার অতিরিক্ত কিস্তি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতার অতিরিক্ত কিস্তি রিলিজ করার অনুমোদন দেওয়া হয়েছে।
যার ফলে ৪৭.৫৮ লক্ষ কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এদিকে, কেন্দ্রীয় সরকার তার এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ থেকে ৪২ শতাংশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন যে কেন্দ্র মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য ১২,৮১৫ কোটি টাকা ব্যয় করবে।
কর্ণাটক সরকার মুসলিমদের জন্য ৪ শতাংশ ওবিসি সংরক্ষণ বাতিল করেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার মুসললিমদের জন্য সংরক্ষিত ৪ শতাংশ ওবিসি কোটা বাতিল করেছে। এমতাবস্থায়, রাজ্য সরকার সেখানকার লিঙ্গায়ত এবং ভোক্কালিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ৪ শতাংশ ওবিসি সংরক্ষণ কোটা ভাগ করেছে। যার ফলে এখন লিঙ্গায়ত ৭ এবং ভোক্কালিগা ৬ শতাংশ সংরক্ষণ পাবে।