স্টোরেজ নিয়ে চিন্তা শেষ! এবার ধামাকাদার ফিচার্স নিয়ে হাজির WhatsApp

বাংলা হান্ট ডেস্ক: ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায়শই একের পর এক দুর্দান্ত ফিচার্স সামনে আনে WhatsApp। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ ফিচার্স উপলব্ধ করা হল। এই ফিচার সামনে আসার পর WhatsApp-এর মাধ্যমে ফোনে স্টোরজে ফুল হয়ে যাওয়ার টেনশন শেষ হয়ে যাবে। WhatsApp-এর এই ফিচারটির নাম হল ম্যানেজ চ্যাট স্টোরেজ ফিল্টার। যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হয়েছে।

WhatsApp অ্যান্ড্রয়েড 2.24.10.8 ভার্সন সহ বিটা ব্যবহারকারীদের জন্য  এই ফিচারটি প্রকাশ করেছে। যেটি ব্যবহারকারীদের WhatsApp চ্যাটে ভর্তি হওয়া তাদের ফোনের স্টোরেজ ম্যানেজ করতে সাহায্য করবে।

This time WhatsApp came with amazing features.

ডিভাইসের স্টোরেজ হবে ম্যানেজ: WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, WhatsApp-এর এই ফিচার ব্যবহারকারীকে ডিভাইসে স্পেসিফিক কন্ট্যাক্ট দ্বারা ভরে থাকা স্পেস ম্যানেজ করতে সাহায্য করবে। WABetaInfo দ্বারা শেয়ার করা স্ক্রিনশটটিতে, দেখা গিয়েছে যে, WhatsApp ব্যবহারকারীরা ফোনে অ্যাপ দ্বারা নেওয়া স্পেস এবং যে কোনও একটি চ্যাটে ব্যবহৃত স্পেস সম্পর্কে তথ্য পাচ্ছেন। ব্যবহারকারীরা যদি তাঁদের চ্যাট দ্বারা নেওয়া স্পেস কমাতে চান সেক্ষেত্রে তাঁরা ফিল্টার প্রয়োগ করে মুছে ফেলতে পারেন। WhatsApp অ্যাপের যেকোনো কন্ট্যাক্ট এবং চ্যানেলের চ্যাট দ্বারা নেওয়া স্পেস এর মাধ্যমে ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হবে। এর জন্য WhatsApp-এ একটি আলাদা ট্যাব যুক্ত করা হবে।

আরও পড়ুন: কাঙাল পাকিস্তানের চাঁদে যাওয়ার শখ! চিনের কাঁধে চেপে পাড়ি পড়শি দেশের

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের ফোনের স্টোরেজ ম্যানেজ করতে পারবেন এবং কোন চ্যাট বা চ্যানেল বেশি স্টোরেজ ব্যবহার করছে তা খুঁজে বের করতে পারবেন। এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র বিটা টেস্টারদের জন্য চালু করা হয়েছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি একজন বিটা টেস্টার হন সেক্ষেত্রে আপনি এই ফিচারটি পেতে পারেন। তবে, সাধারণ ব্যবহারকারীদের এই ফিচারের জন্য অপেক্ষা করতে হতে পারে। এদিকে, যখন এই ফিচার WhatsApp-এর স্টেবল ভার্সনে যোগ করা হবে, তখন তাঁরা স্টোরেজ ম্যানেজ করার জন্য এই বৈশিষ্ট্যটি পেতে শুরু করবেন।

আরও পড়ুন: আদানি গ্রুপের ওপর কড়া অ্যাকশন SEBI-র! একইসাথে ৬ টি কোম্পানি পেল নোটিশ

চ্যাট ফিল্টার ফিচার: সম্প্রতি WhatsApp-এর জন্য Android 2.24.6.16 আপডেট প্রকাশিত হয়েছে। এই আপডেটে, ব্যবহারকারীরা চ্যাট ফিল্টারিং ফিচার পেয়েছে। এই ফিচার চালু হওয়ার পরে, বিটা ব্যবহারকারীরা তাঁদের সমস্ত আনরিড এবং গ্রুপ চ্যাট ফিল্টার করতে সক্ষম হবেন। এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ চ্যাট ফিল্টার করতে সাহায্য করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর