এবার ফুটবল মাঠে কাশলে দেখতে হতে পারে লাল কার্ড

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে এই মুহূর্তে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে বহু মানুষের। এই মহামারী থেকে কবে মুক্তি পাবে মানব সমাজ? এই বিষয়টি নিশ্চিত ভাবে কেউই বলতে পারছেনা। তবে এরই মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশে শুরু হয়েছে ফুটবল লীগ।

তবে মাঠে ফুটবল ফিরলেও জারি করা হয়েছে একাধিক বিধি নিষেধ ও নিয়ম। সেই সমস্ত নিয়মকানুন মেনেই ইউরোপের সেরা ফুটবল লিগ বুন্দেশলিগা, লা লিগা, সিরি এ, ইপিএল এর মত টুর্নামেন্ট গুলি শুরু হয়ে গিয়েছে। তবে করোনার কারণে প্রত্যেকটি টুনামেন্টই হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে।

156954020ed5108d9a8256967f601be8351f5edb2e5576c274fe06d61f95177bd09371e2a

এবার ফুটবলারদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আরও এক কড়া বিধি-নিষেধ চালু হতে চলেছে। এই বিধি-নিষেধ চালু করতে চলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। এবার থেকে ফুটবল মাঠে খেলা চলাকালীন যদি কোন ফুটবলার ইচ্ছাকৃতভাবে কাশে তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখাতে পারেন রেফারি। অর্থাৎ কাউকে উত্যক্ত করার জন্য যদি কোন ফুটবলার ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য মুলকভাবে কাশে তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখাবে রেফারি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর