বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রথম দফার নির্বাচনের আগে চারদিনে তিনটি জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাঁকুড়া, পুরুলিয়া আর পূর্ব মেদিনীপুরে এই জনসভা গুলো করবেন তিনি। প্রথম দফার নির্বাচনের আগে অধিকারীর পরিবারের গড় কাঁথিতে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াইয়ে শুভেন্দু অধিকারী জয় নিশ্চিত করতেই কাঁথিতে এই জনসভা করবেন তিনি।
আর কাঁথির এই জনসভাতে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের বরিষ্ঠ সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। তৃণমূলের এই বরিষ্ঠ সাংসদকে কাঁথিতে নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে বাংলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ওনার বাড়ি শান্তিকুঞ্জে যাচ্ছেন। দুই তরফ থেকেই এই কথা স্বীকার করা হয়েছে।
আগামী ২৪ মার্চ কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভাতে কাঁথির সাংসদ শিশির অধিকারীকে আমন্ত্রণ জানানো হবে। তবে শিশির অধিকারী এই সভায় উপস্থিত থাকবেন কি না, সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে তিনি যদি এই সভায় উপস্থিত হন, তাহলে ২০২১-এর নির্বাচনের আগে তৃণমূলের কাছে এটি একটি বড়সড় ধাক্কা হিসেবেই প্রমাণিত হবে।
বিজেপির সুত্রের খবর অনুযায়ী, কাঁথির সাংসদ শিশির অধিকারীকে এই সভায় আমন্ত্রণ জানানোর ইচ্ছে প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওনার ইচ্ছে অনুযায়ীই বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় শান্তিকুঞ্জে যাচ্ছেন।
শিশির অধিকারী এই বিষয়ে বলেন, শান্তিকুঞ্জে অনেক নেতাই এসেছেন লকেট এলেও কোনও আপত্তি নেই। আমি অন্যদের মতো লকেট চট্টোপাধ্যায়কেও শান্তিকুঞ্জে স্বাগত জানাব। কিন্তু তিনি ২৪ মার্চ প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন কি না, সেই বিষয়ে কোনও কথা বলতে চান নি।
শিশির অধিকারীকে স্থানীয় সাংসদ হিসেবে আমন্ত্রণ জানানো হবে। তবে মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী, রাজনৈতিক কর্মসূচিতে স্থানীয় বিধায়ক বা সাংসদকে আমন্ত্রণ জানানোর রেওয়াজ নেই। সরকারি কর্মসূচি হলে একটা আলাদা ব্যাপার। সেই কারণে এখানে শিশির অধিকারীকে আমন্ত্রণ জানানো নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে এখন দেখার বিষয় শিশির অধিকারী আদৌ এই সভায় যোগ দেন নাকি।