বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের আকর্ষণ করতে মনকাড়া সব গল্প (Serial) নিয়ে আসছেন নির্মাতারা। গল্প বদলে, নতুন টুইস্ট এনে পেশ করা হচ্ছে দর্শকদের সামনে। অনেক ক্ষেত্রেই মিলছে সাফল্য। টিআরপি উঠছে হুড়মুড়িয়ে। বিশেষ করে একাধিক নায়ক নায়িকাদের নিয়ে টানাপোড়েনের গল্প এখনো সুপারহিট হচ্ছে সিরিয়ালে (Serial)।
দুর্দান্ত টিআরপি দিচ্ছে দুই চ্যানেলের সিরিয়াল (Serial)
ছোটপর্দার অত্যন্ত পরিচিত প্রযোজনা সংস্থা ব্লুজ প্রোডাকশন। এই সংস্থার অধীনে এই মুহূর্তে চারটি ধারাবাহিক (Serial) সম্প্রচারিত হচ্ছে তিনটি চ্যানেলে। তার মধ্যে দুটি পুরনো ধারাবাহিক টিআরপি তালিকায় থাকে প্রথম পাঁচে। জগদ্ধাত্রী এবং গীতা LLB দর্শক মহলে দারুণ জনপ্রিয়। সম্প্রতি নতুন ধারাবাহিক (Serial) পরশুরাম আজকের নায়ক শুরু হয়েছে এই হাউজের অধীনে।
বড় চমক আসছে সিরিয়ালে: অন্যদিকে কিছুদিন আগে আরো একটি নতুন সিরিয়াল (Serial) শুরু হয়েছে ব্লুজ প্রোডাকশনের। সান বাংলায় সম্প্রচারিত হচ্ছে ‘শোলক সারি’। মাত্র কদিনেই চ্যানেলের টিআরপি টপার হয়ে উঠেছে সিরিয়ালটি (Serial)। এই মুহূর্তে কার্যত ধুন্ধুমার কাণ্ড চলছে ধারাবাহিকে। এক নায়ককে চলছে তিন নায়িকার টানাটানি।
আরও পড়ুন : সর্বনাশ! টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে লাগাতার পতন, মাথায় হাত বিনিয়োগকারীদের
কী চলছে গল্পে: সার্থক আর শোলক ঠিক করেছে দোলের পরের দিন বিয়ে করবে। এদিকে সার্থকের দিদি আঁচলের ভাইয়ের জন্য পছন্দ রানিকে (Serial)। দোলের পরের দিন সে ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করে রাখে। অন্যদিকে আবার পি থ্রির মেয়েও সার্থকের প্রেমে পড়ে তাকে বিয়ে করতে চাইছে। এমতাবস্থায় সার্থক কার হবে সেটাই প্রশ্ন।
আরো পড়ুন : হুড়মুড়িয়ে পড়ছে TRP, এর মাঝেই উধাও নায়িকা! আচমকাই খারাপ খবর এই সিরিয়ালে
প্রথম থেকেই সিরিয়ালটি (Serial) বেশ ভালো দর্শক টানছে। চ্যানেলের টিআরপি টপার তকমা ছিনিয়ে নিয়েছে শোলক সারি। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং নবাগতা সুকন্যা চক্রবর্তী।