এক ফুল “তিন” মালি! একমাত্র নায়ককে নিয়ে টানাটানি নায়িকাদের, “ধুন্ধুমার” কাণ্ড TRP টপার মেগায়

বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের আকর্ষণ করতে মনকাড়া সব গল্প (Serial) নিয়ে আসছেন নির্মাতারা। গল্প বদলে, নতুন টুইস্ট এনে পেশ করা হচ্ছে দর্শকদের সামনে। অনেক ক্ষেত্রেই মিলছে সাফল্য। টিআরপি উঠছে হুড়মুড়িয়ে। বিশেষ করে একাধিক নায়ক নায়িকাদের নিয়ে টানাপোড়েনের গল্প এখনো সুপারহিট হচ্ছে সিরিয়ালে (Serial)।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর