দুই সিরিয়ালের দুই দুর্ধর্ষ ভিলেন, বাস্তবে বোন! এই সুন্দরীদের আসল পরিচয় জানতেন?

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালে (Serial) নায়ক নায়িকা যেমন জরুরি, তেমনি ভিলেনও একই রকম গুরুত্বপূর্ণ। খলনায়ক বা খলনায়িকার দুষ্টুমির জন্যই নায়ক নায়িকার মহত্ব বেশি করে চোখে পড়ে। তাই যেকোনো সিরিয়াল (Serial), সিনেমাই ভিলেন ছাড়া অসম্পূর্ণ। আর যত দিন যাচ্ছে, ভিলেনদের দহরম মহরমও তত বৃদ্ধি পাচ্ছে।

সিরিয়ালে (Serial) ভিলেনদের জনপ্রিয়তা বাড়ছে

বিভিন্ন সিরিয়ালের (Serial) নায়িকারা যতটা জনপ্রিয়, খলনায়িকারাও ততটাই সমাদৃত। অনেক ক্ষেত্রে আবার তাদের অভিনয় এতটাই বাস্তবসম্মত হয় যে সেটাকেই সত্যি বলে ধরে নিয়ে ক্ষোভ উগরে দেন দর্শকরা। অনেক সময়ই দুর্দান্ত অভিনয় করে দর্শকদের চোখে বাস্তবেই ভিলেন হয়ে ওঠেন অনেকে।

This two serial villains are real life sisters

এই দুই ভিলেন বাস্তবে বোন: জি বাংলায় একাধিক সিরিয়ালের (Serial) খলনায়িকারা বেশ জনপ্রিয়। তাঁদের অভিনয় জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। তবে জানেন কি, এই চ্যানেলেই দুটি ভিন্ন সিরিয়ালে (Serial) খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন দুজন, যাঁরা বাস্তবে দুই বোন। ভিলেন হিসেবে দুজনেরই অভিনয় বেশ বাস্তব সম্মত। তবে অনেকেই জানতেন না যে এঁরা আসলে দুই বোন।

আরো পড়ুন : TRP লিস্টে ব্যাপক রদবদল, একগুচ্ছ সিরিয়ালের স্লট পরিবর্তন, কারা পেলেন দ্বিতীয় সুযোগ?

দুজনেই রয়েছেন জনপ্রিয় সিরিয়ালে: জি বাংলায় সদ্য শেষ হল ‘নিম ফুলের মধু’। এই সিরিয়ালে (Serial) ভিলেন ইশার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক মহলে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তনয়া মুখোপাধ্যায়। তাঁর অভিনয় খুবই জনপ্রিয় হয়েছিল দর্শকদের মাঝে। অন্যদিকে এই চ্যানেলের তথা সমগ্র বাংলার টপার সিরিয়াল (Serial) ‘পরিণীতা’য় রায়ান শিরিনের বান্ধবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীতমা মুখোপাধ্যায়কে।

আরো পড়ুন : ফের লাঠি হাতে “রাজপথ দখল”, প্রতিবাদের স্লোগানে আবারও অশান্ত বাংলাদেশ

অনেকেই জানেন না, এঁরা আসলে দুই বোন। দুই সিরিয়ালে দুজনেই খলনায়িকার চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। তবে বাস্তবে দুজনেই মজা করতে খুব ভালোবাসেন। বোন শ্রীতমার সঙ্গে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট করতে থাকেন ইশা ওরফে তনয়া। জানিয়ে রাখি, জি বাংলার মিঠিঝোরার ভিলেন নীলু ওরফে দেবাদৃতা বসু এবং স্টার জলসার অনুরাগের ছোঁয়ার প্রাক্তন সোনা অর্থাৎ দেবপ্রিয়া বসুও বাস্তব দুই বোন। তাঁদের খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর