গল্প এগিয়েও মিলল না ফল, দু বছর পার করে বন্ধ হচ্ছে প্রাক্তন TRP টপার সিরিয়াল

বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই একের পর এক চ্যানেল থেকে আসছে সিরিয়াল (Serial) শেষ হওয়ার খবর। বর্তমানে যেকোনো ধারাবাহিক শেষ হওয়ার নেপথ্যে একটা বড় কারণ হল টিআরপি। নম্বর কম ওঠার জেরে অনেক সিরিয়াল (Serial) কয়েক মাস চলতে না চলতেই শেষ হয়ে যায়। তবে কিছু কিছু ধারাবাহিক আবার দর্শকদের ভালোবাসার উপরে ভর করে দু তিন বছরও টেনে দেয়। কিন্তু সব শুরুরই একটা শেষ আছে। তেমনি এবার বন্ধ হতে বসেছে দু বছরেরও বেশি পুরনো একটি জনপ্রিয় ধারাবাহিক।

একাধিক বদল এনেও টিআরপি বাড়েনি সিরিয়ালের (Serial)

টিআরপি তুলতে কম চেষ্টা করা হয়নি নির্মাতাদের তরফে। বেশ কয়েক বছর এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল গল্প। এমনকি বদলানো হয় নায়কও। কিন্তু এক সময় টিআরপি তালিকায় শীর্ষে থাকলেও ইদানিং নম্বর একেবারে কমে এসেছিল সিরিয়ালের (Serial)। দর্শকরাও আগ্রহ হারাতে শুরু করেছেন। তাই শেষমেষ এই মেগা বন্ধই করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

This two year old serial is going to end

দু বছরেরও বেশি সময় ধরে চলল মেগা: শেষের পথে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘হরগৌরী পাইস হোটেল’। ২০২২ সালে পথচলা শুরু করেছিল এই মেগা। দু বছরেরও বেশি সময় পার করে বন্ধ হচ্ছে ধারাবাহিকটি। সিরিয়াল (Serial) শুরু হয়েছিল শঙ্কর এবং ঐশানীর গল্প দিয়ে। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায়কে। মাঝে গল্প বেশ কয়েক বছর এগিয়ে যাওয়ার পর বদলে যায় নায়ক। সিরিয়াল ছাড়েন রাহুল।

আরো পড়ুন : শরীরে নেই সুতোটুকুও! ঘন্টার পর ঘন্টা নামজপ, ঠাণ্ডায় কীভাবে নিজেদের শরীরকে গরম রাখেন নাগা সাধুরা?

একাধিক বার বদলেছে নায়ক: শঙ্কর ঐশানীর মৃত্যুর পর তাঁদের মেয়ে ধৃতিকে নিয়ে এগোয় গল্প। মেয়ের চরিত্রে শুভস্মিতা নিজেই অভিনয় করলেও নায়ক রুদ্র রায় চৌধুরীর ভূমিকায় প্রথমে কিছুদিন দেখা গিয়েছিল ইন্দ্রাশিস রায়কে। পরে তিনিও সরে গেলে তাঁর জায়গায় আসেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। কিন্তু টিআরপি (Serial) আর ফেরেনি।

আরো পড়ুন : এ কী কাণ্ড! নিজের মৃত্যুর ভুয়ো খবর রটালেন জনপ্রিয় সিরিয়ালের নায়িকা, কারণ জানলে রাতের ঘুম উড়বে

অবশেষে জানা গিয়েছে, এই সিরিয়ালটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আগামী শনিবার, ১৮ ই জানুয়ারি শেষ শুটিং হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই শেষ সম্প্রচার হতে পারে সিরিয়ালের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর