বাংলা হান্ট ডেস্ক: ভারতে গণপরিবহণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হল রেলপথ (Indian Railways)। এমতাবস্থায়, আপনি অবশ্যই ভারতীয় রেলের সাথে সম্পর্কিত বিভিন্ন চমকপ্রদ তথ্য শুনে থাকবেন। তবে আপনি হয়ত জানেন না যে, ভারতে এমন একটি রেল ক্রসিং রয়েছে, যেখানে চারদিক থেকে ট্রেন আসে। আসলে, এই অদ্ভুত বিষয়টি সম্পর্কে খুব কম জনই জানেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ক্রসিংয়ে চারদিক থেকে ট্রেন এলেও কখনোই কোনোরকম দুর্ঘটনা ঘটেনা।
ভারতের অনন্য রেল ক্রসিং: আমরা প্রায়শই রেলপথে বিছানো ট্র্যাকে দেখে থাকি যে অনেক ট্র্যাক একে অপরকে অতিক্রম করে। স্বাভাবিকভাবেই সেগুলি দেখে এই প্রশ্নটি আপনার মনে নিশ্চয়ই এসেছে যে এই ট্র্যাকগুলি দিয়ে ট্রেন কিভাবে চলাচল করে? মূলত, এই ট্র্যাকগুলি ট্রেনের রুট অনুযায়ী সেট করা হয়। এগুলির সাহায্যে ট্রেন তার রুট পরিবর্তন করে।
এছাড়াও ভারতীয় রেলপথে রয়েছে একটি বিশেষ ধরনের ক্রসিং। একে ডায়মন্ড ক্রসিং বলা হয়। ডায়মন্ড ক্রসিং পৃথিবীতে খুব কম জায়গায় দেখা যায়। এই ক্রসিং-এ চার দিক থেকে ট্রেন চলাচল করে। আপনি জেনে অবাক হবেন যে, ভারতের এত বড় রেলওয়ে নেটওয়ার্কে শুধুমাত্র একটি জায়গায় ডায়মন্ড ক্রসিং রয়েছে। ডায়মন্ড ক্রসিং এমন একটি পয়েন্ট যেখানে রেলওয়ে ট্র্যাকগুলি চারটি দিক থেকে একে অপরকে অতিক্রম করে।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার RBI-তে বিপুল শূন্যপদে হচ্ছে নিয়োগ, এভাবে করুন আবেদন
নাগপুরের ডায়মন্ড ক্রসিং: আমরা রাস্তায় চলতে চলতে যেমন বিভিন্ন মোড় দেখতে পাই আসলে ডায়মন্ড ক্রসিংও ঠিক সেইরকমই একটি বিষয়। আপনি এটিকে রেলপথের সংযোগস্থলও বলতে পারেন। এটি মূলত চারটি রেলপথ নিয়ে গঠিত। এই রেলপথগুলি একই জায়গায় একে অপরকে অতিক্রম করে। যা দেখতে অনেকটা হিরের আকৃতির মতো হয়। যেই কারণে একে ডায়মন্ড ক্রসিং বলা হয়।
আরও পড়ুন: Indian Railways: ট্রেনের ইঞ্জিনে কেন লেখা থাকে এই সাঙ্কেতিক চিহ্ন? এর পেছনে রয়েছে চমকপ্রদ কারণ
ভারতে, শুধুমাত্র নাগপুরেই ডায়মন্ড রেল ক্রসিং আছে। এটির পূর্বে গোন্দিয়া থেকে একটি ট্র্যাক রয়েছে। যেটি হল হাওড়া-রাউকেলা-রায়পুর লাইন। অন্য একটি ট্র্যাক দক্ষিণ দিক থেকে আসে। অপরদিকে, উত্তরদিক থেকে একটি ট্র্যাক দিল্লি থেকে আসে। পাশাপাশি, সেখানে পশ্চিম দিকে মুম্বাই থেকেও একটি ট্র্যাক আসে।