বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে শুরু হওয়ার পথে একগুচ্ছ সিরিয়াল (Serial)। এই সমস্ত নতুন ধারাবাহিক গুলি মূলত ফোকাস করে প্রাইম টাইমের স্লটগুলির উপরে। পুরনো সিরিয়াল গুলিকে অন্য স্লটে সরিয়ে নতুন মেগাগুলিকে জায়গা দিতে প্রাইম টাইমের স্লটগুলিকে বেছে নেওয়া হচ্ছে। এবার এক বহু প্রতীক্ষিত ধারাবাহিকের (Serial) টাইম স্লট ঘোষণা করা হল চ্যানেলের তরফে। আর তার সঙ্গেই দখল হয়ে গেল সন্ধ্যা সাতটার স্লট।
এই স্লটে আসছে নতুন সিরিয়াল (Serial)
যেকোনো চ্যানেলেই সাতটার স্লটের চাহিদা দেখার মতো। জি বাংলায় এই সময় সম্প্রচারিত হয় ‘জগদ্ধাত্রী’ সিরিয়াল (Serial)। অন্যদিকে স্টার জলসা চ্যানেলে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাচ্ছে ‘কথা’ সিরিয়ালকে (Serial)। দুই ধারাবাহিকের মধ্যে হয় কাঁটায় কাঁটায় টক্কর। এবার এল এই স্লটের আরেক প্রতিদ্বন্দ্বী।
সামনে এল প্রোমো: সান বাংলায় আসতে চলেছে বহু প্রতীক্ষিত সিরিয়াল (Serial) ‘পুতুল TTP’। সৈয়দ আরেফিন এবং খেয়ালি মণ্ডলের জুটি নিয়ে দুই বোনের গল্প আসছে এই চ্যানেলে। সম্প্রতি সান বাংলার তরফে প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের (Serial) প্রোমো। পুতুল আর ময়ূখের গল্প উঠে আসবে এই সিরিয়ালে। প্রোমোতেই ঘোষণা করা হয়েছে আসন্ন মেগার টাইম স্লট।
আরো পড়ুন : অভিনয়ে শূন্য, দেবের জন্যই “দবদবা”! রুক্মিণী বললেন, “ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী…”
কোন সিরিয়ালের ঘাড়ে পড়ল কোপ: জানানো হয়েছে, নতুন এই ধারাবাহিক (Serial) আসতে চলেছে সন্ধ্যা সাতটায়। বর্তমানে এই সময়ে সম্প্রচারিত হচ্ছে ‘বসু পরিবার’। তবে আগামী ২৪ শে ফেব্রুয়ারি থেকে এই স্লটে আসতে চলেছে পুতুল TTP। সেক্ষেত্রে বসু পরিবার শেষ হয়ে যাবে নাকি অন্য স্লট দেওয়া হবে তা এখনো জানা যায়নি।
আরো পড়ুন : শেষের গুঞ্জনের মাঝেই ৮০০ পর্বের উদযাপন, কেক-বিরিয়ানিতে জমাটি সেলিব্রেশন ‘নিম ফুল’এর, আবেগে ভাসল দর্শক
প্রসঙ্গত, আসন্ন এই ধারাবাহিকে (Serial) প্রথম বার জুটি বাঁধছেন সৈয়দ আরেফিন এবং খেয়ালি মণ্ডল। জানা গিয়েছে, প্রথমে নাকি সৈয়দের বিপরীতে অর্থাৎ বড় বোনের চরিত্রের জন্য লুক টেস্ট করেছিলেন স্বীকৃতি মজুমদার। কিন্তু পরে তিনি বাদ পড়েন। তাঁর বদলে চূড়ান্ত করা হয়েছে ‘মিলি’ এবং ‘আলতা ফড়িং’ খ্যাত খেয়ালি মণ্ডলকে। এছাড়াও থাকছেন অভিনেতা শৌনক রায়।