মাত্র একটা শটেই রেকর্ড! প্রোমোতেই বড় দাঁও মারল জি এর সিরিয়ালের প্রোডাকশন

বাংলাহান্ট ডেস্ক : একদিকে যেমন পুরনো সিরিয়াল (Serial) শেষ হওয়ার দুঃখ, অন্যদিকে নতুন ধারাবাহিক শুরুর আনন্দ, দুইয়ের দোলাচলেই দুলছেন দর্শকরা। জি বাংলায় এই মুহূর্তে একগুচ্ছ সিরিয়াল চলছে। কয়েকটির টিআরপি একেবারে তুঙ্গে, অন্যদিকে কিছু কিছু সিরিয়াল (Serial) আবার বেশ পিছিয়ে রয়েছে। এর মধ্যেই একটি সিরিয়াল খুব শিগগিরই শেষ হতে চলেছে বলে খবর। কারণ নতুন ধারাবাহিককে যে জায়গা দিতে হবে।

নতুন সিরিয়াল (Serial) নিয়ে আগ্রহ তুঙ্গে

নতুন সিরিয়াল (Serial) শুরুর আনন্দটাই আলাদা। কী নাম হবে ধারাবাহিকের, কারা কারা থাকবেন, কতটা জমবে প্রোমো তা নিয়ে চলতে থাকে আলোচনা। আর প্রোমো সামনে এলেই আলোচনাটা বদলে যায় কোন স্লটে সিরিয়াল (Serial) আসবে তা নিয়ে। এখনো যেমন চলছে এই একই জল্পনা। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

This upcoming serial promo gave big surprise

প্রোমোতেই বাজিমাত: কথা হচ্ছে জি বাংলার আসন্ন সিরিয়াল (Serial) ‘চিরদিনই তুমি যে আমার’কে নিয়ে। সম্প্রতি সামনে এসেছে সিরিয়ালটির দ্বিতীয় প্রোমো, যেখানে বরফে ঢাকা কাশ্মীরে একসঙ্গে দেখা গিয়েছে দিতিপ্রিয়া এবং জিতু দুজনকেই। এই প্রোমো নিয়েও চলছে আলোচনা, কারণ বেশ চমক দেখা গিয়েছে প্রথম ঝলকে। বিশেষ করে এই প্রোমো শুটে এমন কাণ্ড করেছেন নির্মাতারা যে অবাক হয়ে গিয়েছেন সকলে।

আরো পড়ুন : নায়ক নায়িকা ছাড়াই শুটিং! নতুন যুগ শুরু হচ্ছে বাংলা সিরিয়ালে, কী প্রভাব পড়বে TRP-তে?

কী চমক এল প্রোমোতে: প্রোমোতে দেখা যায়, দিতিপ্রিয়ার পাহাড়ে গিয়ে বরফের গোলা খাওয়ার স্বপ্ন পূরণ করতে নিয়ে যায় জিতু। বরফের উপরে স্নো বাইক রাইড করতেও দেখা যায় দুজনকে। জানা গিয়েছে, মাত্র একটি শটের (Serial) জন্য ব্যবহৃত এই বিশেষ বাইকের পেছনে প্রায় ৩২ লক্ষ টাকা খরচ করেছেন নির্মাতারা।

আরো পড়ুন : প্রেমের সপ্তাহে ভাইরাস হানা! TRP টানতে “তুলকালাম” কাণ্ড জি এর সিরিয়ালের সেটে

এমনিতেই কাশ্মীরে প্রোমো শুট করে বড় দাঁও মেরেছেন প্রযোজনা সংস্থা এসভিএফ। তার মধ্যে মাত্র একটি শটের জন্য এই বিপুল পরিমাণ টাকা খরচ করে চমকে দিয়েছে প্রোডাকশন হাউজ। প্রোমো শুটের জন্যই বিরাট বাজেট রেখে সিরিয়ালের প্রতিও দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর