করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। আর এরকম মধ্যেই চলছে কালো বাজারি। কারণ অনেকে এই খারাপ সময়ে ফায়দা লুটতে চাইছে। সারা পৃথিবীতে এমন একটি সবজি রয়েছে যার মূল্য হল ৮২ হাজার টাকা।
অনেকেই ভাবছেন এই সবজি হয়তো শুধু এই করোনার পরিস্থিতির জন্য। কিন্তু তা নয় সারা বছর ধরে এই সবজির একই দাম থাকে থাকে।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে অনেক দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর আগামী মাসে চলবে লক ডাউন। কিন্তু এরকম মধ্যে করোনা আক্রান্ত বাড়ছে।
সবজি টি হল একটি ফুল, যার নাম হচ্ছে হপ শটস।বিয়ার তৈরির কাজে ব্যবহৃত হয় এই ফুল হপ শটস। এর যে কাণ্ড থাকে সেটাই খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষ, কারণ এই কান্ড ছাড়া অন্য কিছু বিশেষ খাওয়া যায় না।
এই গাছের থেকে তৈরি ওষুধ ব্যবহার করা যেতে পারে, টিবি এবং আরো ভয়ানক রোগ সেরে যায় এই গেছে। এই গাছের কাণ্ড ভীষণ ভাবে তেতো হয় তাই খেতে চায় না অনেকে কিন্তু তবুও শরীরে নানা উপকার দিতে কাজ দেয় এই গাছ।