বাংলাহান্ট ডেস্ক : টিআরপির যুদ্ধ দিনদিন জমে উঠছে। বিভিন্ন সিরিয়ালের (Serial) সঙ্গে সঙ্গে চ্যানেলগুলির মধ্যেও চলছে টক্কর। আবার প্রোডাকশন হাউজগুলির মধ্যেও চলে প্রচ্ছন্ন প্রতিযোগিতা। যদিও এক একটি প্রোডাকশন হাউজের একাধিক সিরিয়াল একসঙ্গে সম্প্রচারিত হয়। তাও আবার ভিন্ন ভিন্ন চ্যানেলে। তার মধ্যে থেকে কোন সিরিয়াল (Serial) সতীর্থদের টেক্কা দিয়ে টিআরপি টপারের তকমা ছিনিয়ে নেয় সেদিকে নজর থাকে সকলেরই।
জনপ্রিয় প্রোডাকশনের সিরিয়াল (Serial) এসেছে জলসায়
ছোটপর্দায় বিভিন্ন প্রোডাকশনের সিরিয়াল (Serial) সম্প্রচারিত হয়। এর মধ্যে বেশ কিছু নামীদামী প্রযোজনা সংস্থাও রয়েছে যেগুলি দীর্ঘদিন ধরে সিরিয়াল প্রযোজনা করে আসছে। একাধিক বার বেঙ্গল টপারও হয়েছে এই সংস্থাগুলি থেকে। বেশ কিছু চ্যানেলে একাধিক ধারাবাহিক (Serial) রয়েছে জনপ্রিয় এই প্রযোজনা সংস্থাগুলির।
চ্যানেল বদলে ফেললেন অভিনেত্রী: এমনি একটি নামী প্রযোজনা সংস্থা হল ব্লুজ প্রোডাকশন হাউজ, যার অধীনে বেশ কয়েকটি সিরিয়াল (Serial) সম্প্রচারিত হচ্ছে এই মুহূর্তে। জি বাংলায় জগদ্ধাত্রীর পাশাপাশি স্টার জলসায় গীতা LLB সম্প্রচারিত হচ্ছে। এবার আরো একটি ধারাবাহিক (Serial) শুরু হচ্ছে একই প্রোডাকশন হাউজের। আর এই সিরিয়ালেই দেখা যাবে জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের ভিলেনকে।
আরো পড়ুন : জি বাংলার ঘরের মেয়ে, লম্বা বিরতির পর চ্যানেল বদলে জলসায় ফিরছেন জনপ্রিয় নায়িকা!
দুই মেগায় করবেন অভিনয়: কথা হচ্ছে ‘জগদ্ধাত্রী’র (Serial) দিব্যা ওরফে অভিনেত্রী প্রিয়া পালের ব্যাপারে। স্টার জলসায় সদ্য শুরু হয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। সেখানেই দেখা যাচ্ছে প্রিয়াকে। পাশাপাশি এই ধারাবাহিকে (Serial) দেখা যাবে অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদারকেও।
আরো পড়ুন : আড়াই বছর পেরিয়েও দ্বিতীয় স্থানে, “বেঙ্গল টপার” হতে এবার “মেগা ধামাকা” জগদ্ধাত্রীতে!
প্রসঙ্গত, সোমবার, ১০ ই মার্চ থেকে স্টার জলসার পর্দায় পথচলা শুরু করেছে ‘পরশুরাম আজকের নায়ক’। দর্শক টানতে একেবারে ভিন্ন ধরণের সিরিয়াল (Serial) আনছে জলসা, যা প্রথম বার দেখা যেতে চলেছে এই চ্যানেলে। এমনিতে পরশুরাম সাধারণ মধ্যবিত্ত বাঙালি। তার স্ত্রী সন্তান এবং সংসার সামলায়। কিন্তু প্রোমোতে দেখা গিয়েছে, (Serial) লুঙ্গি গুটিয়ে বন্দুক হাতে শত্রুদের পেছনে ছুটছে পরশুরাম। একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে এই সিরিয়ালে দেখা যাবে ইন্দ্রজিৎকে।