আর যেতে হবেনা ATM! এবার এইভাবে ঘরে বসেই পেয়ে যান নগদ টাকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে নগদ টাকার জন্য ATM-এর ব্যবহার করেন অধিকাংশজন। সেক্ষেত্রে ATM-এ গিয়ে টাকা তুলতে হয়। কিন্তু, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয় উপস্থাপিত করব যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, এখন টাকা তোলার জন্য আর ATM-এ যেতে হবে না। পরিবর্তে, নগদ টাকা পৌঁছে যাবে আপনার বাড়িতেই। হ্যাঁ, প্রথমে শুনে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সুবিধা ব্যবহার করে আপনি ব্যাঙ্ক বা ATM-এ না গিয়ে সহজেই ঘরে বসে নগদ অর্থ পেতে পারেন।

এক্ষেত্রে, আধার ATM পরিষেবা অর্থাৎ আধার এনাবেল্ড পেমেন্ট পরিষেবা (Aadhaar Enabled Payment Service, AePS)-র মাধ্যমে আপনি বাড়িতে বসেই নগদ অর্থ পেতে পারেন। এমতাবস্থায়, পোস্টম্যান নিজেই আপনার বাড়িতে নগদ টাকা পৌঁছে দেবেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Aadhaar Enabled Payment Service: প্রথমেই জানিয়ে রাখি যে, এই পরিষেবা ব্যবহার করার জন্য গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক থাকতে হবে। AePS হল একটি পেমেন্ট পরিষেবা যেখানে আপনি আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে শুধুমাত্র গ্রাহকের বায়োমেট্রিক ব্যবহার করে ব্যালেন্স ইনকোয়ারি, টাকা তোলা, মিনি স্টেটমেন্ট এবং আধার টু আধার ফান্ড ট্রান্সফারের মতো বেসিক ব্যাঙ্কিং ট্রানজাকশন করতে পারেন।

This way you can get cash at home.

একটি আধারের সাথে একাধিক অ্যাকাউন্ট যুক্ত হলে কী হবে: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বলেছে যে, যদি কোনো গ্রাহকের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি আধারের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে তাঁকে যেকোনো ধরণের লেনদেন করার সময়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। একই সময়ে, একই ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট থাকার ক্ষেত্রে, আপনি প্রাইমারি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিকল্প বেছে নিতে হবে না।

আরও পড়ুন: না খেলেই এগিয়ে গেলেন ঋষভ পন্থ! ICC র‍্যাঙ্কিংয়ে করলেন বাজিমাত

কত চার্জ পড়বে: এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে IPPB জানিয়েছে যে, গ্রাহকরা যদি তাঁদের বাড়িতে নগদ অর্থ পেতে চান তবে এর জন্য কোনো ফি দিতে হবে না। কিন্তু, আপনি যদি ডোর স্টেপ সার্ভিস ব্যবহার করেন, তাহলে ব্যাঙ্ক অবশ্যই এর জন্য আপনার থেকে সার্ভিস চার্জ নেবে।

আরও পড়ুন: Jio-Airtel-এর দিন শেষ! 5G পরিষেবায় এন্ট্রি নিতে চলেছে BSNL, বসবে ৩,৫০০ টাওয়ার

কিভাবে এটি ব্যবহার করবেন:
১. এর জন্য আপনাকে IPPB-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের বিকল্প বেছে নিতে হবে।
২. সেখানে আপনি আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, ঠিকানা, পিন কোড, আপনার বাড়ির নিকটতম পোস্ট অফিস এবং যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে তার নাম লিখুন।
৩. এর পর আপনাকে I Agree অপশনে ক্লিক করতে হবে।
৪. এর পরে, কিছু সময়ের মধ্যে পোস্টম্যান নগদ টাকা নিয়ে আপনার বাড়িতে আসবেন।
৫. NPCI-এর তরফে AePS এর মাধ্যমে ১০,০০০ টাকা পর্যন্ত নগদ লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর