ওলট পালট টিআরপি তালিকা! প্রথম স্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই মিঠাই-খুকুমণির

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার মানেই সাপ্তাহিক ফলাফলের দিন। গোটা সপ্তাহ জুড়ে কোন সিরিয়াল (serial) ভাল নম্বর পেল আর কোনটা ডাহা ফেল, তার লিসৃটি বেরোয় এদিন। টিআরপির লড়াইয়ে মূলত থাকে জি বাংলা ও স্টার জলসা। তার মধ‍্যে প্রথম স্থানটা গত ৩৫ সপ্তাহ ধরে একই রয়ে গিয়েছে। এবারে কি বদলালো সেরা সিরিয়াল?

চলতি সপ্তাহে মোটামুটি অনেক সিরিয়ালের স্থান অদল বদল হলেও প্রথম স্থানটা কিন্তু অপরিবর্তিতই রয়ে গিয়েছে। এখনো পর্যন্ত অজেয় জি বাংলার ‘মিঠাই’। গত সপ্তাহ থেকেই ‘মিঠাই’এর (mithai) ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ (khukumoni home delivery)।

   

1079689 h 27598c48b8f1
প্রথম দু সপ্তাহ টিআরপি তালিকার পঞ্চম স্থানে জায়গা হয়েছিল এই সিরিয়ালের। গত সপ্তাহে তা এক লাফে পৌঁছে যায় দ্বিতীয় স্থানে। এ সপ্তাহেও সে স্থান ধরে রেখেছে খুকুমণি। সিরিয়ালে এসেছে বড় টুইস্ট। খুকুমণির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে।বিহান। তার উপর রকমারি রান্না আর মারকাটারি সংলাপ তো রয়েছেই। সব মিলিয়ে এ সপ্তাহে খুকুমণি পেয়েছে ৯ পয়েন্ট।

তবে খুকুমণি একা নয়, দ্বিতীয় স্থানেই জায়গা করে নিয়েছে জি বাংলার আরো দুটি সিরিয়াল উমা ও যমুনা ঢাকি। গত সপ্তাহ থেকে এক ধাপ করে উপরে উঠেছে উমা এবং দু ধাপ উপরে উঠেছে যমুনা। অপরদিকে তৃতীয় স্থানে রয়েছে সর্বজয়া আর চতুর্থ স্থানে নেমে গিয়েছে অপরাজিতা অপু। দুজনের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮.৩ ও ৮.১। প্রথম স্থানে ১১.৫ নম্বর নিয়ে বরাবরের মতোই মিঠাই। দ্বিতীয় ও প্রথম স্থানের মধ‍্যে নম্বরের ফারাক অনেকটাই।

Mithai3
এ সপ্তাহে পঞ্চম স্থানে বড় চমক। পিহু টুবাই দার রোম‍্যান্স দেখিয়ে ৭.৫ নম্বর ঝুলিতে পুরেছে মন ফাগুন। শেষের মুখে এসেও ৭ নম্বর পেয়ে সপ্তম স্থান ধরে রেখেছে শ্রীময়ী। সব মিলিয়ে স্টার জলসার বেশ কয়েকটি সিরিয়াল জায়গা করে নিয়েছে সেরা দশের টিআরপি তালিকায়।

রইল সম্পূর্ণ টিআরপি তালিকা-
মিঠাই- ১১.৫ (প্রথম)
খুকুমণি হোম ডেলিভারি, উমা, যমুনা ঢাকি- ৯.০ (দ্বিতীয়)
সর্বজয়া- ৮.৩ (তৃতীয়)
অপরাজিতা অপু- ৮.১ (চতুর্থ)
মন ফাগুন- ৭.৫ (পঞ্চম)
খেলাঘর, গঙ্গারাম- ৭.২ (ষষ্ঠ)
করুণাময়ী রাণী রাসমণি, আয় তবে সহচরী, শ্রীময়ী, ধুলোকণা-  ৭.০ (সপ্তম)
কড়ি খেলা, কৃষ্ণকলি- ৬.৯ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয়- ৬.৭ (নবম)
খড়কুটো, বরণ- ৬.৪ (দশম)

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর