দীপা-জগদ্ধাত্রী সবাই ফেল, বাংলা সেরা সিরিয়ালের নাম দেখে মাথায় হাত দর্শকদের

বাংলাহান্ট ডেস্ক: আইপিএলের ধাক্কায় নড়বড়ে সবকটা সিরিয়াল (Serial)। জি বাংলা থেকে স্টার জলসা দুই চ্যানেলেই এক নিমেষে কমে গেল সব সিরিয়ালের টিআরপি। যে দুই মেগা মূলত সিংহাসন দখলের লড়াইয়ে ছিল তারা দুজনেই পুরোপুরি ফেল মেরে গেল এ সপ্তাহে। জি বাংলা পেল নতুন বেঙ্গল টপার সিরিয়াল।

ইদানিং কয়েক সপ্তাহ ধরে সব সিরিয়ালের টিআরপি যে অনেকটাই কমেছে তা সকলেই দেখতে পাচ্ছেন। ১০ পয়েন্ট থেকে এ সপ্তাহে এক ধাক্কায় ৬ পয়েন্টে নেমে গিয়েছে বাংলা সেরা সিরিয়ালের টিআরপি। মনে করা হচ্ছে আইপিএলের জন্যই এতটা বদল এসেছে নম্বরে। এ সপ্তাহে পয়লা স্থানে রয়েছে ‘গৌরী এলো’। প্রাপ্ত নম্বর ৬.৯।

Gouri elo 3

দ্বিতীয় স্থানে রয়েছে স্টারের অনুরাগের ছোঁয়া। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭। অন্যদিকে পরিস্থিতি খারাপ জগদ্ধাত্রীর। জি এর এই জনপ্রিয় সিরিয়াল শুধু চ্যানেল টপারের তকমাই হারায়নি, একবারেই নেমে গিয়েছে তৃতীয় স্থানে। মাত্র ৬.৬ পয়েন্ট তুলতে পেরেছে জগদ্ধাত্রী। চার এবং পাঁচে রয়েছে যথাক্রমে নিম ফুলের মধু এবং রাঙা বউ। দুটি সিরিয়ালের ঝুলিতে উঠেছে যথাক্রমে ৬.০ এবং ৫.৬ পয়েন্ট।

ছয় থেকে দশের মধ্যে থাকা সব সিরিয়ালের নম্বর কমেছে। রাঙা বউ এর পরেই ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা মিডিয়াম। ৫.২ নম্বর নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে স্টারের এই মেগা। সাতেই ৫.০ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চমী। ব্যাপক ট্রোল সত্ত্বেও টিআরপি কিন্তু খুব একটা কমছে না সিরিয়ালের।

trp

গতকালই শুটিং শেষ হয়েছে মিঠাই। আগামী ১১ জুন শেষ সম্প্রচার এই মেগার। দিন দিন টিআরপি কমের দিকেই যাচ্ছে মিঠাইয়ের। মোটে ২.৬ নম্বর উঠেছে প্রাক্তন বাংলা সেরা সিরিয়ালের ঝুলিতে।

রইল সেরা দশের টিআরপি তালিকা-

গৌরী এলো- ৬.৯ (প্রথম)

অনুরাগের ছোঁয়া- ৬.৭ (দ্বিতীয়)

জগদ্ধাত্রী- ৬.৬ (তৃতীয়)

নিম ফুলের মধু- ৬.০ (চতুর্থ)

রাঙা বউ- ৫.৬ (পঞ্চম)

বাংলা মিডিয়াম- ৫.২ (ষষ্ঠ)

পঞ্চমী- ৫.০ (সপ্তম)

এক্কা দোক্কা, – ৪.৭ (অষ্টম)

হরগৌরী পাইস হোটেল- ৪.৬ (নবম)

মেয়েবেলা, গাঁটছড়া- ৪.২ (দশম)

দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-

অনুপমা- প্রথম (২.৯)

ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- দ্বিতীয় (২.১)

গুম হ্যায় কিসিকে পেয়ার মে- তৃতীয় (১.৯)

ফালতু- চতুর্থ (১.৮)

ইয়ে হ্যায় চাহাতে, ইমলি- পঞ্চম (১.৭)

Niranjana Nag

সম্পর্কিত খবর