হুড়মুড়িয়ে কমল নম্বর, এক ধাক্কায় ওলটপালট পুরো TRP তালিকা! বিরাট চমক ‘বেঙ্গল টপার’এ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার মানেই প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি (Serial TRP) তালিকা। বিগত কয়েক সপ্তাহ ধরেই পরপর চমক দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। মাঝে প্রায় এক মাস টিআরপি টপারের তকমা ‘পরিণীতা’র দখলে থাকলেও বর্তমানে নম্বর অনেকটা কমেছে এই সিরিয়ালে (Serial TRP)। অন্যদিকে সব ধারাবাহিককে টপকে শীর্ষস্থানে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’। কিন্তু এ সপ্তাহে ঘটে গিয়েছে বিরাট বদল। জগদ্ধাত্রীকে পেছনে ফেলে বেঙ্গল টপার হিসেবে নাম উঠে এল ‘পরশুরাম’ এর। ৬.৮ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল।

টিআরপি (Serial TRP) তালিকায় বড়সড় পরিবর্তন

দ্বিতীয় স্থানেই রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এ সপ্তাহে সিরিয়ালে (Serial TRP) এসেছে বড়সড় বদল। নম্বর কমেছে জগদ্ধাত্রীর। ৬.৫ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়ালটি। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি এবং পরিণীতা। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৩।

This week serial trp list brought big twist

নম্বর কমেছে সিরিয়ালগুলির: চতুর্থ স্থানে ৬.২ পয়েন্ট নিয়ে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। গতবারের থেকে নম্বর বাড়লেও টিআরপি তালিকায় জায়গায় হেরফের হয়নি রাঙামতীর। তবে দর্শকরা যে সিরিয়ালটি (Serial TRP) পছন্দ করছে তা বলাই বাহুল্য।

কে কত নম্বর পেল: ৫.৪ নম্বর নিয়ে বড় চমক দিয়ে গৃহপ্রবেশ উঠে এসেছে পঞ্চম স্থানে। তারপরেই ৫.৩ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ‘কথা’ এবং চিরদিনই তুমি যে আমার। গত সপ্তাহের তুলনায় এবারে নম্বর অনেকটাই বেড়েছে গৃহপ্রবেশ এর।

আরো পড়ুন : দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ, অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রি করায় নোটিশ অ্যামাজন-ফ্লিপকার্টকে

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

প্রথম- পরশুরাম (৬.৮)

দ্বিতীয়- জগদ্ধাত্রী, (৬.৫)

তৃতীয়- ফুলকি, পরিণীতা (৬.৩)

চতুর্থ- রাঙামতী তীরন্দাজ (৬.২)

পঞ্চম- গৃহপ্রবেশ (৫.৪)

ষষ্ঠ- কথা, চিরদিনই তুমি যে আমার (৫.৩)

সপ্তম- চিরসখা (৫.২)

অষ্টম- কোন গোপনে মন ভেসেছে (৫.০)

নবম- অনুরাগের ছোঁয়া, রোশনাই (৪.৮)

দশম- গীতা LLB (৪.১)

আরো পড়ুন : ‘সবার আগে দেশ’, পাকিস্তান-সমর্থক তুরস্ককে বয়কটের ডাক জোরালো বলিউডে

ইদানিং পরপর চমক এসেই চলেছে টিআরপি তালিকায়। আগের জনপ্রিয় বেশ কিছু ধারাবাহিক নম্বর কমে ছিটকে গিয়েছে প্রথম পাঁচ থেকে। বেশ কিছু সিরিয়াল আগে বেশ জনপ্রিয় হলেও এখন অনেকটাই কমেছে নম্বর।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X