বিদায়বেলায় অবিশ্বাস্য TRP ‘মিঠাই’এর! ফের পিছিয়ে পড়ল ‘জগদ্ধাত্রী’, সেরার সেরা কে?

বাংলাহান্ট ডেস্ক: আইপিএলের ধাক্কায় হুড়মুড়িয়ে কমছে সব সিরিয়ালের (Serial) নম্বর। টিআরপি (Trp) তালিকায় প্রত্যেক সপ্তাহেই থাকছে কোনো না কোনো চমক। কোনো সিরিয়াল তড়তড়িয়ে এগোচ্ছে, তো কোনোটা আবার সেরা পাঁচ থেকেও ছিটকে যাচ্ছে। এ সপ্তাহেও টিআরপি তালিকায় চমকে দিয়েছে জগদ্ধাত্রী, খেলনা বাড়ি, মিঠাই এর ফলাফল।

গত সপ্তাহে বাংলা সেরা হয়েছিল দু দুটি মেগা। জি এর জগদ্ধাত্রী এবং স্টার জলসার অনুরাগের ছোঁয়া। কিন্তু নতুন তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল, একদিনের জন্যই সিংহাসন পেয়েছিল জ্যাস স্যানাল। এ সপ্তাহে বল ফের পুরনো খিলাড়ি দীপার কোর্টে। নিজের দুই সন্তানেরই আসল পরিচয় জানতে পেরেছে সে। আর এই মাস্টারস্ট্রোক দিয়েই ৮.১ পয়েন্ট তুলে বাংলা সেরা হয়েছে অনুরাগের ছোঁয়া।

anurager chowa

একটুর জন্য পিছিয়ে পড়েছে জগদ্ধাত্রী। জি বাংলার লেডি গোয়েন্দার ঝুলিতে উঠেছে ৮.০ পয়েন্ট। মুখার্জি বাড়িতে বিয়ের মধ্যেই রহস্য সমাধান করে চলেছে জগদ্ধাত্রী। লড়ছে বিপদের সঙ্গেও। প্রথম থেকেই গল্পের সঙ্গে উত্তেজনার আঁচ থাকায় দর্শকরাও বেশ পছন্দ করছে। তাই দ্বিতীয় স্থানেই রয়েছে জগদ্ধাত্রী।

এ সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে খেলনা বাড়ি। জি এর সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.০। দর্শকরা ধীরে ধীরে আগ্রহ হারাচ্ছে এই মেগার উপর থেকে। মিতুলের বেড়ে পাকামো, গুন্ডাগিরি দেখে বিরক্ত অধিকাংশ দর্শক। তার প্রভাব পড়েছে টিআরপিতেও।

mithai end

তবে এ সপ্তাহে বড়সড় ধাক্কা পেয়েছে মিঠাই ভক্তরা। সিরিয়াল বন্ধের গুঞ্জনের মাঝেই এক ধাক্কায় টিআরপি নেমে গিয়েছে তলানিতে। মাত্র ৪.৯ পয়েন্ট পেয়েছে মিঠাই। এই প্রথম এত কম নম্বর উঠল এই সিরিয়ালের ঝুলিতে। সোহাগ জল এর সঙ্গে ১২ নম্বরে জায়গা হয়েছে মিঠাইয়ের। তাই স্বাভাবিক ভাবেই মনমরা দর্শকরা। অন্য সিরিয়ালগুলি কে কোথায় রয়েছে তালিকায়, চোখ বুলিয়ে নিন ঝটপট-

রইল সেরা দশের টিআরপি তালিকা-

অনুরাগের ছোঁয়া- ৮.১ (প্রথম)

জগদ্ধাত্রী – ৮.০ (দ্বিতীয়)

গৌরী এলো- ৭.২ (তৃতীয়)

নিম ফুলের মধু- ৭.১ (চতুর্থ)

পঞ্চমী- ৬.৫ (পঞ্চম)

রাঙা বউ, বাংলা মিডিয়াম- ৬.৩ (ষষ্ঠ)

মেয়েবেলা- ৬.১ (সপ্তম)

খেলনা বাড়ি- ৬.০ (অষ্টম)

এক্কা দোক্কা, হরগৌরী পাইস হোটেল- ৫.৫ (নবম)

গাঁটছড়া- ৫.৩ (দশম)

দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-

অনুপমা- প্রথম (২.৭)

ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- দ্বিতীয় (২.৩)

গুম হ্যায় কিসিকে পেয়ার মে- তৃতীয় (২.২)

ইমলি, ফালতু, পান্ডিয়া স্টোর, ইয়ে হ্যায় চাহাতে- চতুর্থ (১.৮)

তারক মেহতা কা উলটা চশমা- পঞ্চম (১.৬)

Niranjana Nag

সম্পর্কিত খবর