বাংলাহান্ট ডেস্ক: প্রায় প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো চমক থাকছে টিআরপি (TRP) তালিকায়। এখন বেশিরভাগ নতুন সিরিয়ালই চলছে দুই প্রথম সারির চ্যানেলে। আর তাদের মধ্যে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদেরও উত্তেজিত করে তুলছে। এ সপ্তাহে যে সিরিয়াল চোখ ধাঁধানো টিআরপি তুলেছে, পরের সপ্তাহেই সে নেমে যেতে পারে তলানিতে। দর্শকদের মন আর টিআরপির উত্থান পতন বোঝা সহজ নয়।
এ সপ্তাহে সবথেকে বড় চমকটা রয়েছে টিআরপি তালিকার এক্কেবারে প্রথম স্থানে। গত কয়েক সপ্তাহ ধরে এই স্থানটা একচ্ছত্র ভাবে দখল করে বসেছিল ‘জগদ্ধাত্রী’। জি বাংলার এই সিরিয়াল টানা লড়াইয়ের পর ছিনিয়ে নিয়েছিল বাংলা সেরার মুকুট। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই সিংহাসন হাতছাড়া হল জগদ্ধাত্রীর।
হারানো স্থান আবার ছিনিয়ে নিয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। ৮.২ রেটিং নিয়ে ফের বাংলা সেরার শিরোপা ফিরে পেয়েছে সূর্য দীপা। দীর্ঘ মনোমালিন্য, ভুল বোঝাবুঝির পর নায়ক নায়িকার মিলন দেখিয়েই বাজিমাত করেছে অনুরাগের ছোঁয়া। জগদ্ধাত্রীও অবশ্য পিছিয়ে নেই। ৭.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে এই সিরিয়াল।
তার ঠিক পরেই তিন নম্বরে রয়েছে জি এর আরেক জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী এলো’। সদ্য মা হয়েছে গৌরী। তাঁর কন্যাসন্তানই বিনাশ করবে শৈলমার। একথা জানতে পেরে শিশুটিকে মারার পরিকল্পনা করছেন শৈলমা। ওদিকে ঈশান যে বেঁচে রয়েছে তাও দর্শকরা জেনে গিয়েছেন। অলৌকিকতায় ভরা পর্ব দেখিয়ে ৭.৪ পয়েন্ট তুলেছে গৌরী এলো।
চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নিম ফুলের মধু এবং বাংলা মিডিয়াম। বরাবর প্রথম পাঁচেই থাকে নিম ফুল। তবে এ সপ্তাহে বাংলা মিডিয়াম বেশ ভাল নম্বর তুলেছে। অন্যদিকে একটুর জন্য সেরা পাঁচে থাকতে পারল না রাঙা বউ। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.১।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
অনুরাগের ছোঁয়া- ৮.২ (প্রথম)
জগদ্ধাত্রী- ৭.৯ (দ্বিতীয়)
গৌরী এলো- ৭.৪ (তৃতীয়)
নিম ফুলের মধু- ৭.২ (চতুর্থ)
বাংলা মিডিয়াম- ৬.২ (পঞ্চম)
রাঙা বউ- ৬.১(ষষ্ঠ)
এক্কা দোক্কা- ৫.৯ (সপ্তম)
পঞ্চমী, গাঁটছড়া- ৫.৮ (অষ্টম)
মেয়েবেলা- ৫.৭ (নবম)
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, হরগৌরী পাইস হোটেল- ৫.৫ (দশম)
দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-
অনুপমা- প্রথম (২.৭)
ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়, গুম হ্যায় কিসিকে পেয়ার মে- দ্বিতীয় (২.২)
ফালতু, পান্ডিয়া স্টোর- তৃতীয় (১.৯)
ইমলি- চতুর্থ (১.৮)
ইয়ে হ্যায় চাহাতে, তারক মেহতা কা উলটা চশমা- পঞ্চম (১.৬)