হুহু করে TRP পড়ল জগদ্ধাত্রীর, ধারেকাছে নেই গৌরীও, চমকে দেবে টপার সিরিয়ালের নাম

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালে (Serial) টিআরপির (TRP) উত্থান পতন নিত্য নৈমিত্তিক ব্যাপার। বৃহস্পতিবারের টিআরপি লিস্ট দেখলে তা আরো স্পষ্ট ভাবে বোঝা যায়। প্রায় প্রতি সপ্তাহেই বদলায় বাংলা সেরা সিরিয়ালের নাম। গত সপ্তাহে টপে ছিল গৌরী এলো। এ সপ্তাহে ফের ছিটকে গিয়েছে তারা। তবে বাংলার সেরা সিরিয়াল এবার হল কে?

চলতি সপ্তাহে বাংলা সেরা স্থানটি ফের জবরদখল দখল হয়ে গিয়েছে। জি এর থেকে সম্মান ছিটিয়ে নিয়েছে স্টার জলসা। এই চ্যানেলের পুরনো সিরিয়াল অনুরাগের ছোঁয়া আবার ফিরে এসেছে এক নম্বর স্থানে। সূর্য দীপার মধ্যে ফের ঝামেলা ফিরিয়ে এনেছে দর্শকদের। এ সপ্তাহে অনুরাগের ছোঁয়ার কপালে উঠেছে ৮.১ টিআরপি।

Serial trp

দু নম্বরেই রয়েছে গত বারের বাংলা সেরা গৌরী এলো। এ সপ্তাহে এই সিরিয়ালের ঝুলিতে উঠেছে ৭.৭ পয়েন্ট। এক সময়ে যে সিরিয়াল একাধিক বার বাংলা সেরা হয়েছে, তারাই এখন নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। কথা হচ্ছে গৌরী এলোকে নিয়ে। সেরা পাঁচে রয়েছে স্টার এবং জি এর আরো দুই সিরিয়াল।

নিম ফুলের মধু এবং বাংলা মিডিয়াম, দুটোই ভাল টিআরপি আনছে। উপরন্তু আইপিএল শেষ হয়ে যাওয়ার পর দর্শকরা আবারো প্রিয় সিরিয়ালের কাছে ফিরে এসেছে। ফলাফল কয়েকটি বাদে বাকিগুলোর বেশ ভালোই নম্বর রয়েছে।

রইল সেরা দশের টিআরপি তালিকা-

অনুরাগের ছোঁয়া- ৮.১ (প্রথম)

গৌরী এলো- ৭.৭ (দ্বিতীয়)

জগদ্ধাত্রী- ৭.৩ (তৃতীয়)

নিম ফুলের মধু- ৬.৩ (চতুর্থ)

বাংলা মিডিয়াম- ৬.১ (পঞ্চম)

পঞ্চমী- ৫.৯ (ষষ্ঠ)

এক্কা দোক্কা, হরগৌরী পাইস হোটেল- ৫.৭ (সপ্তম)

রাঙা বউ- ৫.৬ (অষ্টম)

মেয়েবেলা- ৫.৩ (নবম)

সোহাগ জল, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৪.৬ (দশম)

দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-

অনুপমা- প্রথম (৩.০)

ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- দ্বিতীয় (২.১)

গুম হ্যায় কিসিকে পেয়ার মে- তৃতীয় (২.০)

ফালতু- চতুর্থ (১.৯)

ইয়ে হ্যায় চাহাতে, ইমলি- পঞ্চম (১.৮)

Niranjana Nag

সম্পর্কিত খবর