স্লট হারাল ‘মিঠাই’, দুর্দান্ত চমক ‘গৌরী এলো’র, IPL-এর বাজারে আগুন TRP তালিকা

বাংলাহান্ট ডেস্ক: আইপিএলের ধাক্কায় ব্যাকফুটে টেলিভিশন সিরিয়াল (Serial)। বেশ কিছুদিন ধরেই প্রতিটি সিরিয়ালের টিআরপি (TRP) কম থাকছে। তবে এ সপ্তাহে কার্যত সবকটি মেগারই নম্বর গিয়ে ঠেকেছে তলানিতে। প্রথম পাঁচে থাকা সিরিয়ালগুলিই ধুঁকছে। নীচের দিকের মেগাগুলোর কথা বলার মতো নয়। কম টিআরপি নিয়েই কারা কারা জায়গা করতে পারল এবারের টপ টেন-এ? চলুন দেখে নিই-

অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিগত কয়েক সপ্তাহ ধরেই। কোনো সপ্তাহে এগিয়ে যাচ্ছে দীপা, কোনো সপ্তাহে আবার জ্যাস। গত সপ্তাহে বল ছিল দীপার কোর্টে। সূর্য দীপার মিলন দেখিয়ে বাংলা সেরার সিংহাসন ছিনিয়ে নিয়েছিল অনুরাগের ছোঁয়া।

jagaddhatri anurag

এ সপ্তাহে আবারো পালটে গেল দাবার চাল। খেল ঘুরিয়ে দিয়ে অনুরাগের ছোঁয়ার সঙ্গে প্রথম স্থানৈ উঠে এল জগদ্ধাত্রী। দুই সিরিয়ালেরই টিআরপি রেটিং ৭.৮। এখনো পর্যন্ত স্টার জলসা এবং জি বাংলার চ্যানেল টপার কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়।

দু নম্বরেই উঠে এসেছে ‘গৌরী এলো’। জি এর এই আরেক সিরিয়াল যা ট্রোলের মুখে পড়েও দুরন্ত টিআরপি আনছে। ছদ্মবেশী ঈশানের আসল রূপ জানতে মরিয়া গৌরী। এদিকে তাদের সদ্যোজাত মেয়েকে মারতে গিয়ে ল্যাজে গোবরে হচ্ছেন শৈল মা। এই সিরিয়ালটিও বেশ উপভোগ করছেন দর্শকরা। তাই নম্বর উঠেছে ৭.৫।

gouri elo

তিন নম্বরে রয়েছে নিম ফুলের মধু। সৃজন পর্ণার জুটি প্রথম থেকেই দারুণ খেল দেখিয়ে আসছে। এখন হাসপাতালের মানুষ মারার ব্যবসা ফাঁস করতে পর্ণার গোয়েন্দাগিরি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকরা। এ সপ্তাহে এই সিরিয়ালের সংগ্রহে রয়েছে ৭.০।

nim ful trp

চার নম্বর দখলে রেখেছে রাঙা বউ। গত সপ্তাহে নম্বর কমে গেলেও এ সপ্তাহে আবার ট্র্যাকে ফিরেছে কুশ পাখি। আর পঞ্চম স্থানে একসঙ্গে জায়গা করে নিয়েছে স্টারের দুটি সিরিয়াল বাংলা মিডিয়াম এবং এক্কা দোক্কা। দুই সিরিয়ালের সংগ্রহে রয়েছে ৫.৯ পয়েন্ট। তবে এ সপ্তাহের সবথেকে বড় ধাক্কা এসেছে মিঠাই এর জন্য। নম্বর কমে বাংলা সেরা বা চ্যানেল টপারের তকমা অনেক দিন আগেই হারিয়েছিল মোদক পরিবার। আর এবার নবাগত রামপ্রসাদ এর কাছে স্লট লিডারের জায়গাটাও হারাল মিঠাই।

রইল সেরা দশের টিআরপি তালিকা-

অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী- ৭.৮ (প্রথম)

গৌরী এলো- ৭.৫ (দ্বিতীয়)

নিম ফুলের মধু- ৭.০ (তৃতীয়)

রাঙা বউ- ৬.১ (চতুর্থ)

বাংলা মিডিয়াম, এক্কা দোক্কা- ৫.৯ (পঞ্চম)

পঞ্চমী- ৫.৭ (ষষ্ঠ)

মেয়েবেলা- ৫.২ (সপ্তম)

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৫.০ (অষ্টম)

হরগৌরী পাইস হোটেল- ৪.৯ (নবম)

খেলনা বাড়ি- ৪.৮ (দশম)

দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-

অনুপমা- প্রথম (২.৮)

ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- দ্বিতীয় (২.২)

গুম হ্যায় কিসিকে পেয়ার মে- তৃতীয় (২.১)

ফালতু- চতুর্থ (১.৯)

ইমলি- পঞ্চম (১.৮)


Niranjana Nag

সম্পর্কিত খবর