পাত্তাও পেল না ‘বালিঝড়’, পুরনো হলেও ‘মিঠাই’ই বেস্ট, দেখে নিন তাক লাগানো টিআরপি লিস্ট

বাংলাহান্ট ডেস্ক: গত সপ্তাহে কয়েকটি নতুন সিরিয়াল (Serial) শুরু হয়েছে, যাদের প্রথম টিআরপি (Trp) বেরোনোর কথা এ সপ্তাহে। তাই অনেকেই অপেক্ষা করে ছিলেন সাপ্তাহিক টিআরপি তালিকার জন্য। বিশেষত বেশ অনেকদিন পর বাংলা সিরিয়ালের দুই পুরনো মহারথী তৃণা সাহা এবং সৌমিতৃষা কুণ্ডুর মুখোমুখি টক্কর দেখার জন্যও উত্তেজনা কয়েক গুণ বেড়ে গিয়েছিল।

এক সময় বেঙ্গল টপার ‘খড়কুটো’কে টেক্কা দিয়ে পসার জমিয়ে বসেছিল মিঠাই। গুনগুন সৌজন্য বিদায় নেওয়ার পরেও দীর্ঘদিন মিঠাইয়ের রাজপাট বজায় ছিল। সম্প্রতি মোদক পরিবারের জাঁকজমক একটু কমেছে। আর তখনি তৃণার কামব্যাক ‘বালিঝড়’ এর হাত ধরে। তাও আবার মিঠাইয়ের বিপরীতে একই স্লটে।

balijhar mithai

কিন্তু পুরনো সিরিয়াল বলে মিঠাইকে দুর্বল ভাবাই কাল হল বালিঝড় নির্মাতাদের। প্রথম বলেই মাঠের বাইরে গিয়ে পড়ল নতুন সিরিয়াল। প্রথম সপ্তাহে মাত্র ৪.৫ নম্বরই তুলতে পারল বালিঝড়। অন্যদিকে সেরা দশ থেকে ছিটকে গেলেও ৬.০ টিআরপি তুলে স্লট লিডারের জায়গাটা হারাতে দেয়নি মিঠাই।

প্রথম স্থানে এখনো ঝোড়ো ব্যাটিং করে চলেছে অনুরাগের ছোঁয়া। এ সপ্তাহে এই সিরিয়ালের সংগ্রহে রয়েছে ৯.২ পয়েন্ট। প্রাইম টাইমে না থেকেও সূর্য দীপার দাপটের কাছে টিকতেও পারছে না জি এর নতুন সিরিয়াল তোমার খোলা হাওয়া। দু নম্বরে ৮.৭ পয়েন্ট নিয়ে জায়গা পেয়েছে জগদ্ধাত্রী। বুদ্ধির খেলায় সবাইকে মাত দিয়ে চলেছে জ্যাস ওরফে জগদ্ধাত্রী।

trp

তিন নম্বরে জি এর-ই আরেক সিরিয়াল গৌরী এলো। সংগ্রহে মোট নম্বর ৮.৪। চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে খেলনা বাড়ি এবং নিম ফুলের মধু। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮.৩ এবং ৭.৮। সেরা দশে জায়গা পেল আর কোন কোন সিরিয়াল? চোখ বুলিয়ে নিন সম্পূর্ণ তালিকায়-

অনুরাগের ছোঁয়া- ৯.২ (প্রথম)

জগদ্ধাত্রী- ৮.৭ (দ্বিতীয়)

গৌরী এলো- ৮.৪ (তৃতীয়)

খেলনা বাড়ি- ৮.৩ (চতুর্থ)

নিম ফুলের মধু- ৭.৮ (পঞ্চম)

বাংলা মিডিয়াম- ৭.৬ (ষষ্ঠ)

রাঙা বউ- ৭.৪ (সপ্তম)

পঞ্চমী, গাঁটছড়া- ৬.৭ (অষ্টম)

এক্কা দোক্কা- ৬.৬ (নবম)

মেয়েবেলা- ৬.৪ (দশম)

Niranjana Nag

সম্পর্কিত খবর