নম্বর কমল ‘যমুনা ঢাকি’র, সেরা ‘মিঠাই’, জি বাংলার কাছে পাত্তাই পেল না স্টার জলসা!

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার মানেই সারা সপ্তাহের প্রিয় সিরিয়ালের (serial) নায়ক নায়িকাদের ভাগ‍্যপরীক্ষার দিন। এদিনই প্রকাশ‍্যে আসে সাপ্তাহিক পরীক্ষায় কে কত নম্বর পেল অর্থাৎ টিআরপি তালিকায় কোন সিরিয়াল কত নম্বর পেয়ে পাশ করল। এ সপ্তাহে অনেকটাই অদল বদল হয়েছে তালিকায়।

গত প্রায় আট মাস ধরে তালিকার শীর্ষে একটাই সিরিয়াল রয়েছে আর তা হল ‘মিঠাই’ (mithai)। জি বাংলা, স্টার জলসা দুই চ‍্যানেলেই একাধিক নতুন সিরিয়াল এসেও মিঠাইকে সিংহাসন চ‍্যুত করতে পারেনি কেউই। গল্পে নতুন করে তোর্সার আগমন হয়ে যে আখেরে লাভই হয়েছে তা তো টিআরপিতেই দেখা যাচ্ছে। গত সপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ছিল ১০.২। এবারে সেটা বেড়ে হয়েছে ১০.৮। সিড মিঠাইয়ের ভালবাসার মতো বাড়ছে টিআরপিও।

Zee Bangla Serial Mithai Bengalplanet.com
দ্বিতীয় স্থানে এ সপ্তাহে রয়েছে ‘উমা’। নতুন হওয়া এই সিরিয়ালে টানটান উত্তেজনার পর্ব চলছে এখন। নিজের বদলে উমাকে দিয়ে ক্রিকেট খেলাচ্ছে আলিয়া। এদিকে অভিমন‍্যু সেটা দেখেও ফেলেছে। এরপর কী হয় তা জানার জন‍্য প্রতিদিন সন্ধ‍্যা সাতটায় টিভির সামনে বসে পড়ছে দর্শক‍। টিআরপি বাড়ছে উমার। এ সপ্তাহে ৮.৬ পেয়েছে এই সিরিয়াল।

নম্বর একটু কমায় দ্বিতীয় স্থান হাতছাড়া হয়েছে ‘যমুনা ঢাকি’র। ৮.৩ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এই সিরিয়াল। গত সপ্তাহের থেকে নম্বর কমেছে ‘খুকুমণি হোম ডেলিভারিরও’। ৭.৮ নম্বর পেয়ে ‘অপরাজিতা অপু’র সঙ্গে পঞ্চম স্থান ভাগাভাগি করেছে স্টার জলসার এই সিরিয়াল। উল্লেখ‍্য, স্টার জলসার এই একটি মাত্র সিরিয়ালই সেরা পাঁচের মধ‍্যে জায়গা পেয়েছে।

IMG 20211102 WA0013 1
এরপর সপ্তম স্থানে রয়েছে স্টার জলসার আরেক সিরিয়াল মন ফাগুন। খড়কুটো, শ্রীময়ী দুয়ের অবস্থাই খুব খারাপ। ৬.৩ নিয়ে একেবারে দশম স্থানে জায়গা হয়েছে এক সময়কার জনপ্রিয় এই দু সিরিয়ালের। সৌজন‍্য গুনগুনের সুখের সংসারে তিন্নি দিদির প্রবেশ যে দর্শকরা ভালভাবে নেয়নি তা স্পষ্টই বোঝা যাচ্ছে।
রইল প্রথম দশের টিআরপি তালিকা-

মিঠাই- ১০.৮ (প্রথম)

উমা- ৮.৬ (দ্বিতীয়)
যমুনা ঢাকি- ৮.৪ (তৃতীয়)
সর্বজয়া- ৮.৩ (চতুর্থ)
অপরাজিতা অপু- ৭.৮ (পঞ্চম)
খুকুমণি হোম ডেলিভারি- ৭.৮ (পঞ্চম)

রানি রাসমনি- ৭.৫ (ষষ্ঠ)

মন ফাগুন- ৬.৯ (সপ্তম)
কৃষ্ণকলি- ৬.৭ (অষ্টম)
খেলাঘর- ৬.৬ (নবম)
এই পথ যদি না শেষ হয়- ৬.৬ (নবম)
কড়িখেলা, খড়কুটো, শ্রীময়ী, ধুলোকণা- ৬.৩ (দশম)

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর