সেরার শিরোপা ধরে রাখল ‘মিঠাই’, বিয়ের আগেই নম্বর কমল ‘উমা’র

বাংলাহান্ট ডেস্ক: বছর শেষ হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। ২০২০ শেষের সঙ্গে সঙ্গে বিদায় নেবে কিছু পুরনো সিরিয়াল (bengali serial), জায়গা নেবে নতুনেরা। ফের জমবে টিআরপির লড়াই। আপাতত যারা আছে তাদের মধ‍্যেও হাড্ডাহাড্ডি টক্কর চলছে। সেরা পাঁচের লড়াইয়ে নতুন পুরনো মিশিয়ে নাম রয়েছে প্রতিযোগীদের। কিন্তু সেরার সেরা এখনো সেই একজনই।

হ‍্যাঁ, একদম ঠিক ধরেছেন! এ সপ্তাহেও সিংহাসন টলতে দেয়নি জি বাংলার ‘মিঠাই’ (mithai)। চ‍্যানেলের গর্ব মোদক বাড়ির বৌমা। দর্শকদের তো প্রিয় ছিলই, এবার নিজের শত্রুদেরও প্রিয় হয়ে উঠছে সে। তোর্সার ষড়যন্ত্র থেকে পারিবারিক ব‍্যবসা বাঁচানোর লড়াইয়ে নেমেছে সিড মিঠাই।

Mithai in Mithai 1
সোম আর তোর্সার জন‍্য ভাগ হতে বসেছে দাদাইয়ের সাধের মিষ্টির ব‍্যবসা, সিদ্ধেশ্বর মোদক। সোশ‍্যাল মিডিয়ায় তাদের নিয়ে সমালোচনা চলছে। এদিকে সমরেশের পরিকল্পনা মতো মিষ্টি হাব বানিতে গিয়েও টাকা কম পড়ছে। সবদিকের চিন্তায় অসুস্থ পরিবারের বড়বাবু। এমন অবস্থায় শ্বশুরের যত্ন করে, তাঁর পাশে দাঁড়িয়ে সমরেশের মন জিতে নিয়েছে বৌমা মিঠাই।

দর্শকরাও যে অত‍্যন্ত খুশি তা বোঝা গিয়েছে মিঠাইয়ের নম্বর দেখে। গত সপ্তাহের থেকেও এ সপ্তাহে বেড়েছে সিরিয়ালের পয়েন্ট। ১১.২ পয়েন্ট নিয়ে ৩৮ সপ্তাহ ধরে সর্বোচ্চ স্থানে মিঠাই।
এ সপ্তাহে দ্বিতীয় স্থানে একাই রয়েছে যমুনা ঢাকি। মিঠাই বাদে জি বাংলার অন‍্যান‍্য সিরিয়ালগুলির মধ‍্যে একমাত্র যমুনা ঢাকিই নিজের জায়গা ধরে রেখেছে। ৯.৯ নম্বর নিয়ে দ্বিতীয় যমুনা। গত সপ্তাহের থেকে নম্ব‍র কমে তৃতীয় স্থানে নেমে গিয়েছে উমা। ঝুলিতে নম্বর রয়েছে ৯.৩।

Uma
উমার সঙ্গেই তৃতীয় স্থানে জায়গা হয়েছে খুকুমণি হোম ডেলিভারির। গত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসাকে নেতৃত্ব দিচ্ছে এই সিরিয়াল। চতুর্থ স্থানে ৮.১ নম্বর নিয়ে জি বাংলার অপরাজিতা অপু। সদ‍্য বিডিও হয়ে ফুলবাড়িতে এসেছে অপু। তার আগেই তার নামে কুৎসা রটাতে ষড়যন্ত্র করেছে নীলু, মাসিমণি আর দ্বৈপায়ন। অন‍্য একটি মেয়ের ছবিতে সুপার ইম্পোজ করে বসিয়েছে অপুর মুখ। অপরাধীদের খুঁজে সে শাস্তি দিতে পারে কিনা সেটাই এবার দেখার।

গত সপ্তাহ থেকে নম্বর কমেছে সর্বজয়ারও। ৭.৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে এসেছে এই সিরিয়াল। ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত নিজেদের দখলে রেখেছে স্টার জলসা। তবে এখানে জায়গা হয়নি খড়কুটোর। লিটল গুনগুন আসার প্রোমোও ফলদায়ী হয়নি এই সিরিয়ালের জন‍্য।
রইল সেরা দশের টিআরপি তালিকা-

মিঠাই- ১১.২ (প্রথম)

যমুনা ঢাকি- ৯.৯ (দ্বিতীয়)
উমা, খুকুমণি হোম ডেলিভারি- ৯.৩ (তৃতীয়)
অপরাজিতা অপু- ৮.১ (চতুর্থ)
সর্বজয়া- ৭.৯ (পঞ্চম)
মন ফাগুন- ৭.৮ (ষষ্ঠ)
খেলাঘর- ৭.৩ (সপ্তম)
আয় তবে সহচরী-৭.২ (অষ্টম)
ধুলোকণা-৭.১ (নবম)

গঙ্গারাম-৬.৮ (দশম)


Niranjana Nag

সম্পর্কিত খবর