বাংলাহান্ট ডেস্ক: বছরের শেষ মাসের প্রথম টিআরপি (TRP) তালিকা চলে এল সামনে। নতুন পুরনো সিরিয়াল (Serial) মিলিয়ে কে কেমন ফলাফল করল, দর্শকদের বিচারে কে গেল এগিয়ে, কেই বা পড়ল পিছিয়ে, সেরা দশের তালিকায় কারা কারা নাম লেখাতে পারল দেখে নিন চট করে।
মা জগদ্ধাত্রীর মৃন্ময়ী রূপ বিদায় নিলেও নায়িকা জগদ্ধাত্রী কিন্তু রয়ে গিয়েছে। আর চমকও দেখিয়ে চলেছে সপ্তাহের পর সপ্তাহ ধরে। গত কয়েক সপ্তাহের মতো এবারেও ধামাকাদার অ্যাকশন আর জগদ্ধাত্রী স্বয়ম্ভূর নাটকীয় বিয়ে সমস্ত দর্শক টেনে নিয়েছে। ৮.৩ পয়েন্ট নিয়ে বাংলা সেরা হয়েছে জগদ্ধাত্রী।
দু নম্বরে ৭.৭ পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। বিপদের সময়ে দীপার পাশে সূর্য দাঁড়াবে কিনা তা নিয়ে চলছে জমজমাট পর্ব। প্রথম আর দ্বিতীয় স্থানের মধ্যে নম্বরের ফারাক অনেকটাই। তৃতীয় স্থানে জলসারই আরেক সিরিয়াল আলতা ফড়িং। প্রাপ্ত নম্বর ৭.৪।
চার নম্বরে জি এবং জলসা মিলিয়ে একসঙ্গে তিন সিরিয়াল খেলনা বাড়ি, গাঁটছড়া এবং ধুলোকণা। তিন সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৭.১। উল্লেখ্য, এই প্রথম সেরা পাঁচে উঠে এল খেলনা বাড়ি। পঞ্চম স্থানেই রয়েছে জি এর প্রাক্তন বেঙ্গল টপার গৌরী এলো। ৬.৯ নম্বর পেয়েছে সিরিয়ালটি।
এ সপ্তাহে দু নম্বর থেকে সোজা ছয় নম্বরে নেমে এসেছে জি এর নতুন সিরিয়াল নিম ফুলের মধু। একটু পিছিয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছে মিঠাই। দু বছর পূর্ণ হতে চললেও এখনো জনপ্রিয়তা ধরে রেখেছে সিধাই জুটি। একই সঙ্গে ৬.৬ নম্বর পেয়েছে এক্কা দোক্কাও।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
জগদ্ধাত্রী- ৮.৩ (প্রথম)
অনুরাগের ছোঁয়া- ৭.৭ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৭.৪ (তৃতীয়)
ধুলোকণা, খেলনা বাড়ি, গাঁটছড়া- ৭.১ (চতুর্থ)
গৌরী এলো- ৬.৯ (পঞ্চম)
নিম ফুলের মধু- ৬.৭ (ষষ্ঠ)
মিঠাই, এক্কা দোক্কা- ৬.৬ (সপ্তম)
সাহেবের চিঠি, লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪ (অষ্টম)
মাধবীলতা- ৬.৩ (নবম)
নবাব নন্দিনী- ৫.৬ (দশম)