বাংলাহান্ট ডেস্ক: বিরাট রদবদল টিআরপি তালিকায়। পুরনোদের জায়গা আগেই নিয়েছিল নতুন সিরিয়ালগুলি (serial)। এবার সেরা দশের টিআরপি তালিকা থেকেও পুরনোদের এক রকম ছেঁটে ফেলার তোড়জোড় করল নতুনরা। দুই চ্যানেলেই নতুন সিরিয়ালগুলির টিআরপি লক্ষণীয় ভাবে বেড়ে গিয়েছে। এক সময়কার সেরা সিরিয়ালগুলি আর পাত্তা পাচ্ছে না দর্শকের কাছে।
গত সপ্তাহ থেকেই টক্কর চলছিল জি বাংলার দুই সিরিয়াল ‘গৌরী এলো’ এবং ‘জগদ্ধাত্রী’র। গৌরী এলো তুলনামূলক পুরনো হলেও জগদ্ধাত্রী একেবারে টাটকা সিরিয়াল। একটি সিরিয়াল ভক্তিমূলক, তো অন্যটি প্রথম থেকেই ফ্যামিলি ড্রামার দর্শক ধরে নিয়েছে। তবে এখনো পর্যন্ত গৌরীকে টপকাতে পারেনি জগদ্ধাত্রী।
এ সপ্তাহেও ৭.৫ নম্বর নিয়ে প্রথম স্থানে ‘গৌরী এলো’। দু নম্বরে কয়েক পয়েন্টের ব্যবধানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। প্রাপ্ত নম্বর ৭.০। স্টার জলসায় এবার অনেকদিন পর চ্যানেল টপার হয়েছে ‘ধুলোকণা’। ৬.৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘লালঝুরি’ জুটি। খুব একটা পিছিয়ে নেই খড়ি ঋদ্ধিও। ৬.৫ নম্বর তুলে ধুলোর ঠিক পরেই রয়েছে ‘গাঁটছড়া’।
এ সপ্তাহের প্রথম বড় চমক জি এর ‘খেলনা বাড়ি’। ৬.১ পয়েন্ট নিয়ে এই প্রথম পঞ্চম স্থানে উঠে এল এই সিরিয়াল। ইন্দ্রর প্রতি মিতুলের অধিকারবোধ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে দর্শকও। ছয় নম্বরে রয়েছে স্টারের আলতা ফড়িং। সপ্তম স্থানে সপ্তাহের দ্বিতীয় চমক। মাধবীলতার সঙ্গে সাত নম্বরে জায়গা হয়েছে মিঠাইয়ের। যে হারে সিরিয়ালটি ক্রমেই নীচের দিকে নামছে, তাতে দর্শকদের আশঙ্কা হয়তো খুব তাড়াতাড়ি সেরা দশ থেকেও ছিটকে যাবে মিঠাই।
লক্ষণীয় ভাবে নম্বর কমেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এরও। ৫.৩ নম্বর নিয়ে দশম স্থানে নেমে গিয়েছে এই সিরিয়াল। সব মিলিয়ে টিআরপি তালিকায় নতুন দেরই জয়গান। পুরনোরা আর বিশেষ পাত্তা পাচ্ছেন না।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
গৌরী এলো- ৭.৫ (প্রথম)
জগদ্ধাত্রী- ৭.০ (দ্বিতীয়)
ধুলোকণা- ৬.৭ (তৃতীয়)
গাঁটছড়া- ৬.৫ (চতুর্থ)
খেলনা বাড়ি- ৬.১ (পঞ্চম)
আলতা ফড়িং- ৫.৯ (ষষ্ঠ)
মিঠাই, মাধবীলতা- ৫.৮ (সপ্তম)
অনুরাগের ছোঁয়া- ৫.৭ (অষ্টম)
নবাব নন্দিনী- ৫.৪ (নবম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৫.৩ (দশম)