বাংলা হান্ট ডেস্কঃ সুপারস্টার ব্যাটসম্যান রোহিত শর্মাকে (Rohit Sharma) শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন টেস্ট সিরিজে নতুন অধিনায়ক (Captain) হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই। পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছেন BCCI। টি-টোয়েন্টি দলে একজন শক্তিশালী উইকেট-রক্ষক ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি ঋষভ পান্তের (Rishabh Pant) জায়গা নিতে পারেন। এই খেলোয়াড় বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পারদর্শী।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য নির্বাচকরা টিম ইন্ডিয়াতে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটের তারকা খেলোয়াড় সঞ্জু স্যামসনকে অন্তর্ভুক্ত করেছেন। সঞ্জু স্যামসন তার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত। তিনি আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন এবং তিনি সবসময় বড় ইনিংস খেলার জন্য বিখ্যাত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলে সুযোগ পাননি স্যামসন। শেষবার সঞ্জু স্যামসন 2021 সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের সুযোগ পেয়েছিলেন। সেই সফরে টিম ইন্ডিয়ার কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পান্তকে। এমন পরিস্থিতিতে সঞ্জুর কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা যায়।
বেশ ভালো ছন্দেও দেখা যাচ্ছে সঞ্জু স্যামসনকে। ক্রিজে টিকে থাকার আশ্চর্য ক্ষমতা রয়েছে তার। সঞ্জুর উইকেটকিপিং দক্ষতাও খুব ভালো,। তার অভিজ্ঞ খেলা দেখে রাজস্থান রয়্যালস দল তাকে অধিনায়ক করেছে। আইপিএলে সঞ্জু স্যামসন 121 ম্যাচে 3068 রান করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরিও রয়েছে।
যখন সে তার ছন্দে থাকে, সে যে কোনও প্রতিপক্ষ দলকে ধ্বংস করে দিতে পারে। সঞ্জু স্যামসনকে কোচ রাহুল দ্রাবিড়ের বিশেষ খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয়। সঞ্জুর ব্যাট যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে ওঠে, তাহলে তিনি ঋষভ পান্তের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন।
সঞ্জু স্যামসনকে নির্বাচকরা খুব একটা সুযোগ দেননি, তাকে দিয়ে এক বা দুই ম্যাচ খেলিয়েই তাঁর দক্ষতার বিচার করা হয়েছিল এবং দল থেকে বাদ দেওয়া হয়েছিল। যার কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলার খুব বেশি অভিজ্ঞতা পাননি। সঞ্জু ভারতের হয়ে 1টি ওয়ানডেতে 46 রান এবং 10 টি-টোয়েন্টি ম্যাচে 117 রান করেছেন। এখন অধিনায়ক রোহিত শর্মা সঞ্জুর কাছ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ইনিংসের আশা করছেন।