তৃণমূলে ভোট না দেওয়ার অপরাধে, জনসমক্ষে কান ধরে উঠবস করতে হল মহিলাকে

 

বাংলা হান্ট ডেস্ক :- ঘটনাটি শুনতে অদ্ভুত হলেও, এই কথাই সত্যি। প্রকাশ্যে রাস্তায় সবার সামনে কান ধরে উঠবস করানো হল একটি মহিলাকে তৃণমূলে ভোট না দেওয়ার অপরাধে।

 

এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের সদর ব্লকের ৪ নম্বর কঙ্কাবতী অঞ্চলের বাগডুবি গ্রামে।ভোট হচ্ছিল ওই অঞ্চলের একটি প্রাথমিক স্কুলে, যথারীতি সবাই নিজের পছন্দমতো তাদের প্রার্থী কে ভোট দিচ্ছিল। সম্পা নামে ওই গ্রামেরই একজন মহিলা ভোট দিতে এসে তৃণমূল কে ভোট না দিয়ে বেড়িয়ে এলে হঠাৎই তাকে ঘিরে বচসা শুরু করে একদল যুবক এবং প্রকাশ্যেই তাকে কান ধরে জুতোর মালা পাড়িয়ে সবার সামনে কান ধরে উঠবস করানো হয়।

e34d6 img 20190520 wa0008

এখন প্রশ্ন হচ্ছে ওই যুবকেরা ভিতর থেকে ভোট না দেওয়ার কথা জানতে পারলেন কি করে?? নির্বাচন কমিশন এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত খবর