এই শীতে কম্বলকেই নিজের পাত্র বানিয়ে বিয়ে করলেন এই মহিলা

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : শীতকালে নিজের কম্বল কে ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। শীতের সময় নিজের কম্বলকে হাত ছাড়া করতে কেউই চায়না, তাই বলে কম্বল কে বিয়ে! শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটালেন ইংল্যান্ডের ডেভনশায়ারের এক মহিলা।

ওই মহিলা নিজের কম্বল কেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, যেমন তেমন বিয়ে না রীতিমত ঢাকঢোল পিটিয়ে। চার্চে গিয়ে, লোকজন খাইয়ে, সব নীতি-নিয়ম পূর্ণ করি তবেই সম্পন্ন হবে এই বিয়ে।

এই বিষয়ে তিনি জানিয়েছেন, একমাত্র কম্বলের সঙ্গীতার সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং বিশ্বাসযোগ্য। তাই বিয়ে করার হলে নিজের কম্বল ছাড়া কাউকে তিনি বিয়ে করবেন না।

এই বিয়েতে আমন্ত্রিতদের জন্য রয়েছে একটি বিশেষ ‘ড্রেস কোড’। অর্থাৎ বিয়ের বরের সঙ্গে সামঞ্জস্য রেখে সকলকে নাইট ড্রেস পরে উপস্থিত থাকতে হবে এই বিয়েতে।

X