বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি জন ধন অ্যাকাউন্ট হোল্ডার হন তবে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই সরকার জন ধন অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য একটি নির্দেশ জারি করেছে, যা পালন করা না হলে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষতি হতে পারে। মূলত, সরকার জন ধন অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে বলেছে। বর্তমান প্রতিবেদনে গ্রাহকদের সুবিধার্থে সেই প্রসঙ্গটি বিস্তারিত ভাবে উপস্থাপিত করা হল।
কেন্দ্র সরকারের বিশেষ স্কিম জন ধন যোজনার আওতায় গ্রাহকেরা একাধিক সুবিধা সহ ১ লক্ষ টাকার দুর্ঘটনা বিমাও পান। কিন্তু আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না করলে আর এই সুবিধা পাওয়া যাবেনা। অর্থাৎ, এটি না করলে গ্রাহকদের ক্ষতি হবে এক লক্ষ টাকা। এছাড়াও, এই অ্যাকাউন্টে ৩০ হাজার টাকার দুর্ঘটনাজনিত মৃত্যুর বীমা কভারও পাওয়া যায়। যা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করলেই পেতে পারেন গ্রাহকেরা।
আপনার অ্যাকাউন্টকে আধারের সাথে লিঙ্ক করুন এভাবে:
১. গ্রাহকেরা ব্যাঙ্কে গিয়ে আধারের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন।
২. এর জন্য, ব্যাঙ্কে আধার কার্ড সহ পাসবুকের জেরক্স নিয়ে যেতে হবে।
৩. অনেক ব্যাঙ্ক এখন ম্যাসেজের মাধ্যমেও আধারের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক করছে৷
৪. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকরা UID<SPACE>Aadhaar Number <SPACE> অ্যাকাউন্ট নম্বর লিখে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 567676 এই নম্বরে ম্যাসেজ করলেই লিঙ্ক হয়ে যাবে।
৫. তবে মনে রাখবেন আপনার আধার এবং ব্যাঙ্কে প্রদত্ত মোবাইল নম্বর আলাদা হলে লিঙ্ক হবে না।
৬. এটি ছাড়াও, আপনি আপনার নিকটতম এটিএম থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সাথে লিঙ্ক করতে পারেন।
লিঙ্কের জন্য প্রয়োজনীয় নথি:
এর জন্য গ্রাহকদের কিছু প্রয়োজনীয় নথি থাকতে হবে। আধার কার্ড অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, ভোটার কার্ড, NREGA জব কার্ড, নাম, ঠিকানা এবং আধার নম্বর সহ কর্তৃপক্ষ কর্তৃক জারি করা চিঠি ছাড়াও অ্যাকাউন্ট খোলার সময় গেজেটেড অফিসার দ্বারা অ্যাটেস্টেড ছবি লাগবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রাহকরা প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্টে ৫,০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা পান৷ যদিও, ওভারড্রাফটের সুবিধা পেতে আধার কার্ড থাকা প্রয়োজন। শুধু তাই নয়, এর জন্য PMJDY অ্যাকাউন্টও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। এই প্রকল্পের অধীনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য ছিল, প্রতিটি পরিবারের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। এছাড়াও, আপনি জন ধন যোজনার অধীনে ১০ বছরের কম বয়সী কোনো শিশুর অ্যাকাউন্টও খুলতে পারেন।