বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে হু হু করে বৃদ্ধি পাচ্ছে iPhone ব্যবহারকারীর সংখ্যা। কয়েক বছর আগে পর্যন্ত Apple-এর iPhone চিনে তৈরি হতো এবং সেখানেই অ্যাসেম্বেল করা হতো। কিন্তু, এখন সেই পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। মূলত, ভারতে (India) মোদী সরকারের আগমন এবং মেক ইন ইন্ডিয়া নীতি চালু হওয়ার পর সামগ্রিক পরিস্থিতি বদলাতে শুরু করে। ইতিমধ্যেই ভারতে iPhone তৈরি শুরু হয়েছে। শুধু তাই নয়, এখন উৎপাদন এমন পর্যায়ে পৌঁছেছে যে, চিনের পরিবর্তে ভারত iPhone-এর “সেন্টার” হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।
ভারতের (India) ওপরেই ভরসা Apple-এর:
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, iPhone-এর বৃহৎ উৎপাদনকারী সংস্থা ফক্সকন ভারতে iPhone-এর উৎপাদন দ্বিগুণ করতে চলেছে। বলা হচ্ছে, চিনের ওপর নির্ভরতা কমিয়ে অন্য জায়গায় উৎপাদন বাড়াচ্ছে কোম্পানিটি। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ফক্সকন এই বছরের শেষ নাগাদ ভারতে ২.৫ থেকে ৩ কোটি iPhone তৈরি করবে।
গত বছর ১.২ কোটি iPhone তৈরি হয়েছিল: রিপোর্ট অনুযায়ী, ফক্সকন গত বছর ভারতে (India) প্রায় ১.২ কোটি iPhone তৈরি করেছে। ২০২৫ সালে এই উৎপাদন ৩ কোটিতে নিয়ে গেলে তা হবে দ্বিগুণের সমান। জানা গিয়েছে, এই সংস্থাটি চিনের ওপর নির্ভরতা কমাতে চায়। তাই অন্যান্য দেশেও এখন iPhone তৈরি হচ্ছে। আর এতেই লাভবান হয়েছে ভারত। মোদী সরকারের আগমনের পর, মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ কোম্পানিগুলিকে ভারতে তাদের উৎপাদনের ক্ষেত্রে আকৃষ্ট করেছে।
আরও পড়ুন: যে দল পরিচিতি দিল, সেই দলই এবার ছাড়তে চাইছেন জয়সওয়াল! সামনে এল কারণ
ফক্সকন বেঙ্গালুরুতে একটি নতুন প্ল্যান্ট স্থাপন করছে: রিপোর্টে বলা হয়েছে যে ফক্সকন বেঙ্গালুরুতে একটি নতুন প্ল্যান্ট স্থাপন করছে। এটি হবে কোম্পানির দ্বিতীয় বৃহত্তম iPhone অ্যাসেম্বলি প্ল্যান্ট। কয়েক মাস ধরে এই প্ল্যান্টে iPhone-এর ট্রায়াল উৎপাদন শুরু হয়েছে বলে জানা গেছে। যদিও Apple এবং ফক্সকন উভয়েই এই বিষয়ে কিছু জানায়নি। এদিকে ভারতে (India) iPhone-এর উৎপাদন বৃদ্ধি এবং একটি নতুন প্ল্যান্ট খোলার ফলে কর্মসংস্থানেও যথেষ্ট ইতিবাচক প্রভাব পড়বে। যার প্রত্যক্ষ প্রভাব পরিলক্ষিত হবে ভারতের অর্থনীতির ওপরেও।
আরও পড়ুন: IPL চলাকালীন বিরাট চমক সারা তেন্ডুলকারের! হয়ে গেলেন এই ফ্র্যাঞ্চাইজির মালকিন
Apple ইন্টেলিজেন্স ফিচার ভারতে এসেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই সংস্থাটি ভারতের (India) জন্য Apple ইন্টেলিজেন্স ফিচার্স চালু করেছে। iOS 18.4, iPadOS 18.4 এবং macOS Sequoia 15.4-এর আপডেট সহ Apple ইন্টেলিজেন্স ফিচার্স ভারতে আনা হয়েছে। সোজাভাবে বলতে গেলে, Apple ডিভাইসগুলির প্রধান AI ফিচার্স এখন ভারতীয় ব্যবহারকারীদের জন্য তাঁদের প্রয়োজন অনুসারে আনা হয়েছে। এটি ব্যবহার করে, ব্যবহারকারীরা লেখালেখি থেকে শুরু করে, ফটো এডিটিং এবং অন্যান্য কাজে AI-এর সাহায্য নিতে পারবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Apple ইন্টেলিজেন্স ব্যবহার করার সময় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে বলেও দাবি করেছে সংস্থাটি।