খাস কলকাতায় তৈরী হবে ‘রাম মন্দির’, উদ্বোধনে অমিত শাহ! কবে কোথায়? জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন পরেই মা দুর্গার (Durga Puja) আগমন। ইতিমধ্যেই কোমর বেঁধে তোড়জোড়ে নেমে পড়েছেন উদ্যোক্তারা। প্ৰতি বছরই দুর্গাপুজোয় বড় চমক বড় চমক নিয়ে হাজির হয় সন্তোষ মিত্র স্কোয়্যার (Lebutala Sorbojanin Santosh Mitra Square)। এই যেমন গত বছরই আজাদি কা অমৃত মহোৎসবের থিমে তৈরি লালকেল্লা ও আলোকসজ্জা দেখতে রীতিমতো জনতার ঢল নেমেছিল। এবারেও তার ব্যতিক্রম হবে না।

এবারের দুর্গাপুজোয় বড় চমক দিতে একেবারে রাম মন্দির (Ram Mandir) নিয়ে হাজির হয়েছে সন্তোষ মিত্র স্কোয়্যার। আজ্ঞে হ্যাঁ। এবারে সেখানে পুজোর থিম অযোধ্যার রাম মন্দির। অযোধ্যার রাম মন্দির এবার খাস কলকাতায়। তবে, ইঁট পাথরের নয়। তার পরিবর্তে বাঁশ কাপড় ত্রিপল যোগে তৈরি হবে এই পূজাস্থল।

   

শনিবারই এই থিমের উদ্বোধন করলেন পুজো উদ্যোক্তারা। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের পুজোর অতি পরিচিত মুখ প্রদীপ ঘোষ, সজল ঘোষের নামে। এদিন অন্যান্য উদ্যোক্তাদের পাশাপাশি থিমের উদ্বোধনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষও (Sajal Ghosh)।

আরও পড়ুন: বঙ্গের আবহাওয়া বদলের বড় ইঙ্গিত! কোথায় কোথায় চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব? আবহাওয়ার খবর

তবে এখানেই যে চমক শেষ, তেমনটা কিন্তু নয়। এমনও শোনা যাচ্ছে, এবার এই পুজোর উদ্বোধনে আসতে পারেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথবা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকতে পারেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিরাও। প্রতিবারই সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো বিশেষ আকর্ষণে দর্শকদের আকৃষ্ট করে। আর এবার সেই আকর্ষণ যেন দ্বিগুন হতে চলেছে।

ram mandir theme kol

কখনও সোনার দুর্গা, কখনও ‘আজাদি কা অমৃত মহোৎসব’, কখনও রাজস্থানের লক্ষ্মীনারায়ণ মন্দির, কখনও লালকেল্লা এ পুজোর থিম। আর এবার খাস তিলোত্তমাতেই রাম মন্দির। জানা গিয়েছে সেখানে থাকবে ৫০ ফুটের রাম মূর্তি এবং প্রায় সম উচ্চতার বজরংবলী মূর্তি।

আরও পড়ুন: শান্তিপুরে BJP-র জয়জয়কার! এমন কাণ্ড হল খুশিতে লাফাচ্ছেন গেরুয়া কর্মী-নেতারা

এই পুজো নিয়ে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দাবি, ক্লাবের পুজোয় সব রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষজন রয়েছেন। পুজোর থিমে তাই কোনও রাজনীতি নেই। তিনি আরও বলেন, “প্রতি বছরই আমরা কারেন্ট টপিকের উপর পুজোর থিম করি। এবার অযোধ্যার রাম মন্দির নিয়ে মানুষের আগ্রহ রয়েছে তাই সেই মন্দিরের রেপ্লিকাই এবার আমাদের পুজোর মণ্ডপ। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই কলকাতায় দুর্গাপুজোয় রাম মন্দিরের উদ্বোধন হবে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর