বাতিল হতে চলেছে এবারের আই লিগ। এই মুহূর্তে পুরো দেশজুড়ে চলছে লকডাউন, তবে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে তাতে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে লকডাউন আরও বাড়ানো হবে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আইলিগ করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। কারণ যদি লকডাউন বাড়ানো হয় তারপর ফের কবে লকডাউন খোলা হবে তার কোন ঠিক নেই। লকডাউন উঠে যাওয়ার পরেও ফুটবল ম্যাচ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা উঠতে উঠতে প্রায় অনেকটা সময় লেগে যাবে। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ফেডারেশনের তরফে লকডাউন বাতিল করা ছাড়া আর কোন উপায় থাকছে না।
কেন্দ্রীয় সরকারের তরফ লকডাউন এর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার পরেই আই লিগ করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফেডারেশনের তরফে। তবে এআইএফএফ সূত্রে জানানো হয়েছে যে 31 শে মে এর মধ্যে মরশুম শেষ করা করতে হবে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে তাতে যদি ফের আইলিগ শুরু করা হয় তাহলেও ওই সময়ের মধ্যে মরশুম শেষ করা সম্ভব নয়। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আইলিগ হওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে ফেডারেশন এবারের আইলিগে এখানেই ইতি টানবেন। যদি এখানেই আই লিগ শেষ বলে ঘোষণা করা হয় তাহলে এবারের আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হবে মোহনবাগানকে। সেক্ষেত্রে এই পরিস্থিতি কেটে যাওয়ার পরে মোহনবাগানে হাতে তুলে দেবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।