বাংলা হান্ট ডেস্ক: দলীপ ট্রফিতে (Duleep Trophy) ইন্ডিয়া-বি টিম সবাইকে অবাক করেছে। প্রথম দিনে মাত্র ১০০ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ওই দল। শুধু তাই নয়, যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে সরফরাজ এবং পন্থের মতো তারকা ব্যাটাররা আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও সবাইকে চমকে দিলেন ১৯ বছর বয়সী মুশির খান।
দলীপ ট্রফিতে (Duleep Trophy) রেকর্ড গড়লেন মুশির:
পাশাপাশি, তিনি গড়ে ফেললেন বিরাট নজিরও। মূলত, মুশির খান ইন্ডিয়া-এ দলের বিরুদ্ধে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন। শুধু তাই নয়, তাঁর ব্যাট দিয়ে এসেছে ১৮১ রান। পাশাপাশি, মুশির নবদীপ সাইনির সাথে একটি বড় রেকর্ড ভেঙেছেন।
সবাইকে অবাক করেছেন মুশির: জানিয়ে রাখি যে, মুশির খান দলীপ ট্রফিতে (Duleep Trophy) ইন্ডিয়া-এ-এর বিরুদ্ধে ৩৭৩ টি বল খেলেছেন। ওই ইনিংসে তাঁর ব্যাট থেকে ৫ টি ছক্কা ও ১৬ টি চার এসেছে। আরও এটি উল্লেখযোগ্য বিষয় হল মুশির এবং নবদীপ সাইনি সমবেতভাবে ২০৫ রানের জুটি গড়েন। যা দলীপ ট্রফির ইতিহাসে অষ্টম উইকেটে সবচেয়ে বড় পার্টনারশিপ হিসেবে বিবেচিত হচ্ছে। মুশির এবং সাইনির এই জুটির ওপর ভর করে ইন্ডিয়া-বি ৩২১ রানের ভালো স্কোরে পোঁছে যায়।
আরও পড়ুন: এই একটি সিদ্ধান্তেই বন্ধ হবে চিনের “দাদাগিরি”! এবার ভারতের মধ্যবিত্তরাও হবেন কোটিপতি, এল বড় আপডেট
বয়স মাত্র ১৯ বছর: উল্লেখ্য যে, মুশির খানের বয়স হল মাত্র ১৯ বছর। কিন্তু এই খেলোয়াড়ের ক্রিকেটে দুর্দান্ত দক্ষতা রয়েছে। মুশির খান এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠেছিলেন। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ডবল সেঞ্চুরি করেছিলেন এই খেলোয়াড়। এদিকে, রঞ্জি ট্রফির সেমিফাইনালে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন মুশির। এর পাশাপাশি, মুশির রঞ্জি ট্রফির ফাইনালে সেঞ্চুরি করেছিলেন এবং এখন তিনি দলীপ ট্রফিতেও (Duleep Trophy) ১৯১ রান করলেন।
আরও পড়ুন: নজির গড়লেন অনন্ত! লালবাগচা রাজার উদ্দেশ্যে দান করলেন ২০ কেজি সোনার মুকুট, চমকে দেবে দাম
মুশিরের সাফল্যের চাবিকাঠি: এদিকে, মুশির খানকে তাঁর এই বড় ইনিংস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে, বড় ইনিংস খেলার প্রশিক্ষণ তিনি পেয়েছেন তাঁর বাবার কাছ থেকে। মুশিরের মতে, তাঁর সেঞ্চুরি শুরু হয় ১৫০ রান থেকে। মুশির আরও বলেছেন যে, তাঁর বাবা তাঁকে শিখিয়েছেন যে ১৫০ রান পেরিয়ে গেলেই তিনি নির্দ্বিধায় শট খেলতে পারেন। এই সূত্রটিই মুশিরের জন্যও কাজ করেছে। যে কারণে মাত্র ১৯ বছর বয়সেই এই খেলোয়াড় তাঁর দক্ষতার মাধ্যমে ইতিমধ্যেই উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।