বাংলা হান্ট ডেস্কঃ বাংলা হোক বা হিন্দি, বর্তমান সময়ে কোন ধারাবাহিক কতদিন চলবে তা নির্ধারণ করে টিআরপি। রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে চলতে থাকে সিরিয়াল (Bengali Serial)। আর রেটিং কমলে অকালেই তা শেষ করে দেওয়া হয়। সাম্প্রতিক অতীতে যেমন স্টার জলসা, জি বাংলার একাধিক মেগা শুরু হওয়ার কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে। এবার শোনা যাচ্ছে, সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নাম।
এবার শেষ হতে পারে কোন ধারাবাহিক (Bengali Serial)?
কয়েকদিন ধরেই জি বাংলার একটি জনপ্রিয় সিরিয়াল (Serial) শেষ হওয়ার কানাঘুষো শোনা যাচ্ছে। দিন দিন কমতে থাকা টিআরপির কারণে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। যে ধারাবাহিক নিয়ে এই গুঞ্জনগুলি শোনা যাচ্ছে, তার নাম হল ‘জগদ্ধাত্রী’।
বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালি ছেড়ে গোয়েন্দা কাহিনী নির্ভর এই ধারাবাহিকের পথচলা শুরু হয়েছিল। অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছিল ‘দাবাং’ জ্যাস। দীর্ঘদিন বেঙ্গল টপারের শিরোপাও নিজের দখলে রেখেছিল জি বাংলার (Zee Bangla) এই সিরিয়াল। তবে গত কয়েক সপ্তাহে বদলেছে সেই চিত্র।
আরও পড়ুনঃ স্টার জলসা থেকে জি বাংলা, এবার কোন চ্যানেলে দুর্গা হচ্ছে কে? মহালয়ার আগেই বিরাট আপডেট!
স্টার জলসার ‘কথা’র কাছে একাধিকবার স্লটহারা হয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। চলতি সপ্তাহেও চ্যানেল টপার হয়েছে ‘কথা’। অন্যদিকে টিআরপি তালিকার ষষ্ট স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’র নাম। বেঙ্গল টপার, চ্যানেল টপার হওয়া তো দূর, স্লট লিডারও হতে পারেনি এই মেগা। আর তাতেই আরও জোরালো হচ্ছে ‘জগদ্ধাত্রী’ শেষের গুঞ্জন।
এই ধারাবাহিক (Bengali Serial) শেষ হওয়া নিয়ে জোর জল্পনা চললেও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও অবধি অফিশিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। এমনকি নায়িকা অঙ্কিতা মল্লিকও বিষয়টিকে বিশেষ পাত্তা দেননি। কিন্তু তা সত্ত্বেও কমতে থাকা টিআরপির দিকে নজর রেখে অনেকেই দাবি করছেন আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে শেষ হতে পারে এই ধারাবাহিকের সফর। এবার দেখা যাক, শেষ অবধি কী হয়।