বাংলাহান্ট ডেস্ক : বিয়ের মরশুম শেষ। গত বছর আর চলতি বছরের শুরুতে একগুচ্ছ বিয়ে দেখেছে টেলিপাড়া। বড়পর্দা, ছোটপর্দা (Serial) মিলিয়ে বেশ কয়েকজন তারকা সেরে ফেলেছেন বিয়ে। কেউ কেউ কয়েক মাস আগে থেকেই লোক জানিয়ে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করেছেন, থেকেছেন চর্চায়। আবার কেউ কেউ চুপিসারেই প্রিয়জনের গলায় মালা দিয়েছেন।
বিয়ে করলেন জি বাংলা সিরিয়ালের (Serial) নায়ক
এবার বিয়ে সারলেন জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের (Serial) নায়ক। অবশ্য বেশ অনেকদিন হয়ে গেল ধারাবাহিক থেকে উধাও হয়ে গিয়েছেন তিনি। গল্পে আর দেখা মেলে না তাঁর। একদিকে যখন সিরিয়ালের (Serial) স্লট বদলের চর্চা চলছে সর্বত্র, তখনই লুকিয়ে বড় কাজটা সেরেই ফেললেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হল ছবি: বিয়ে করলেন অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরী। গতকাল সম্পূর্ণ চুপিসারেই বিয়ে সেরেছেন তিনি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় এক বান্ধবী তাঁদের ছবি শেয়ার করেছেন বিয়ের সাজে। দুজনের গলাতেই গোলাপের মালা। ছবি শেয়ার করে তাঁর বান্ধবী লিখেছেন, ‘লখিন্দরের লক্ষ্মীলাভ, শুভেচ্ছা অর্ক ও রাই’। তবে এ বিষয়ে অর্কজ্যোতি এখনো কোনো মন্তব্যই করেননি।
আরো পড়ুন : ৩ মাসেই অথৈ জলে সিরিয়াল, TRP-র ভোল বদলাতে জি বাংলার থেকে নায়িকা আমদানি জলসার!
অনেকদিন দেখা মেলে না সিরিয়ালে: প্রসঙ্গত, এই মুহূর্তে জি বাংলার ‘আনন্দী’ সিরিয়ালে (Serial) দেখা যাচ্ছে অর্কজ্যোতিকে। খলনায়ক ‘রকেট’ এর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। যদিও দীর্ঘদিন এই ধারাবাহিকে (Serial) আর দেখা যায় না তাঁর চরিত্রটিকে। তবে অন্য সিরিয়ালেও কাজ করছেন অর্কজ্যোতি।
আরো পড়ুন : ১০০০ পর্ব ছুঁতে আর কয়েক কদম, ৩ বছর পূরণ করে “জব্বর” সুখবর জলসার সিরিয়ালে!
সান বাংলায় ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ সিরিয়ালেও নেতিবাচক চলিত্র ‘রেয়ান’ এর ভূমিকায় অভিনয় করছেন অর্কজ্যোতি। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ দিন পর আবারো ফিরেছে বেহুলা লখিন্দরের জুটি। পায়েল দের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অর্কজ্যোতি।