বাংলাহান্ট ডেস্ক : বাস্তব জীবনের চিত্র যতই সিরিয়ালের (Serial) পর্দায় উঠে আসুক না কেন, রিল আর রিয়েল সবসময় আলাদাই হয়। অভিনেতা অভিনেত্রীদের জীবনও হয় ভিন্ন। পর্দায় তাঁদের যেমন ভাবে দেখা যায়, বাস্তবে তাঁরা অনেকটাই আলাদা। চিত্রনাট্যের প্রয়োজনে এক একটি চরিত্র ফুটিয়ে তোলেন তাঁরা পর্দায়।
সিরিয়ালের (Serial) সঙ্গে বাস্তব জীবনের ফারাক
সিরিয়ালে (Serial) যেমন নায়ক নায়িকার সঙ্গে দেখা যায় ভিলেনদের। অনেক সময় তাঁদের অভিনয় এতটাই বাস্তবসম্মত হয় যে অনেক দর্শক সেটাকেই আসল ভেবে ক্ষেপে যান সেই অভিনেতা বা অভিনেত্রীর উপরে।সেটা অবশ্য তাঁদের অভিনয় দক্ষতারই প্রশংসা। আবার কিছু কিছু সময় নায়ক নায়িকারা নিজেদের বয়সের তুলনায় ভিন্ন ধরণের চরিত্র করে চমকে দেন।
নতুন সিরিয়াল আসছে জি বাংলায়: খুব শীঘ্রই জি বাংলায় শুরু হতে চলেছে এমনি একটি সিরিয়াল (Serial)। সদ্য প্রোমো সামনে এসেছে ‘তুই আমার হিরো’র। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রুবেল দাস এবং মোহনা মাইতিকে। আগামী ১০ ই মার্চ থেকে সন্ধ্যা ছটার স্লটে শুরু হতে চলেছে এই ধারাবাহিক (Serial)। বেশ কিছুদিন পর এই সিরিয়ালের হাত ধরেই আবারো ছোটপর্দায় ফিরছেন মোহনা।
কী দেখা গিয়েছে প্রোমোতে: প্রোমোতে দেখা গিয়েছে, সুপারস্টার স্বামীর স্ত্রী সে। তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন রুবেল। দুজনের মধ্যে বনিবনা না হলেও দিব্যি নিজের বুদ্ধি খাটিয়ে সবদিক সামলে রাখে আরশি ওরফে মোহনা। বাস্তবেও তাঁর এমন গুণ রয়েছে। তবে পর্দা আর বাস্তব দুটো একেবারেই আলাদা। কারণ সিরিয়ালে (Serial) আরশি স্বামী সংসার নিয়ে থাকলেও বাস্তবে মোহনা সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন।
বর্তমানে চলছে সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পিওর সায়েন্সের ছাত্রী মোহনা শুটিং সামলেই নিচ্ছেন পরীক্ষার প্রস্তুতি, আবার পরীক্ষাও দিচ্ছেন। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, পরীক্ষার প্রস্তুতি তাঁর মোটামুটি ভালোই। যদিও একটু টেনশন হচ্ছে, কারণ এখন শুটিং চলছে। নতুন সিরিয়ালের (Serial) শুটিং চলছে সারাদিন। তারপর বাড়ি ফিরে রাত দুটো পর্যন্ত পড়াশোনা করছেন। তারপর ফের সকালে শুটিংয়ে আসতে হচ্ছে। মোহনা জানান, একটু ভয়ে ভয়েই পরীক্ষা দিচ্ছেন তিনি। তবে সব পরীক্ষার ফলাফল ভালো হবে বলেই আশাবাদী মোহনা।