দুবার স্লট বদলেও TRP-র দেখা নেই, মাত্র পাঁচ মাসেই গল্প ফুরোলো জি এর সিরিয়ালের!

বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই ওয়েটিং লিস্টে নাম শিখিয়েছে একগুচ্ছ সিরিয়াল (Serial)। প্রথম সারির দুই চ্যানেল জি বাংলা এবং স্টার জলসাতেও আসছে বেশ কিছু নতুন ধারাবাহিক। এর মধ্যে কিছু ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে ইতিমধ্যেই। আর কিছু সিরিয়ালের (Serial) গল্প নিয়ে চলছে দেদার জল্পনা। তবে শুধু নতুন সিরিয়াল (Serial) এলেই তো হল না, তার জন্য জায়গা করা দরকার। আর স্লট খালি করতে জায়গা ছাড়তে হবে পুরনো সিরিয়াল গুলিকে।

একগুচ্ছ সিরিয়াল (Serial) শুরু হচ্ছে জি বাংলায়

জি বাংলায় শুরু হতে চলেছে একাধিক সিরিয়াল (Serial)। এর মধ্যে ‘তোমাকে ভালোবেসে’ ধারাবাহিকের প্রোমো এসেছে সামনে। দিতিপ্রিয়া রায়ের কামব্যাক মেগা হতে চলেছে তোমাকে ভালোবেসে। যেমনটা জানা যাচ্ছে, এই সিরিয়ালে (Serial) দিতিপ্রিয়ার বিপরীতে দেখা যাবে জিতু কামালকে। তবে এই সিরিয়ালের সম্প্রচার তারিখ এবং সময় এখনো প্রকাশ্যে আসেনি।

This zee bangla serial is rumoured to be ending in next month

কোন স্লটে আসবে নতুন মেগা: এদিকে খবর মিলেছে, আরো একটি সিরিয়াল (Serial) শুরু হওয়ার কথা রয়েছে জি বাংলায়। তবে এটি হতে চলেছে একটি শিশুকেন্দ্রিক সিরিয়াল। সাহানা দত্তের মিসিং স্ক্রু প্রযোজনা সংস্থার ধারাবাহিক হতে চলেছে এটি। শুধু তাই নয়, টেন্ট সিনেমার একটি সিরিয়ালও (Serial) এই চ্যানেলেই শুরুর কথা রয়েছে। এমতাবস্থায় নতুন তিনটি সিরিয়াল কোন স্লটে আসবে তা নিয়ে চলছে জল্পনা। উল্লেখ্য, কিছুদিন আগেই শোনা গিয়েছিল, বন্ধ হচ্ছে ‘পুবের ময়না’। কিন্তু শেষ শুটিং হয়ে যাওয়ার পরেও দর্শকদের দাবিতে আবার ফেরে এই সিরিয়াল (Serial)।

আরো পড়ুন : পর্দায় মাখোমাখো প্রেম, বাস্তবে বিবাদ? রুবেল-শ্বেতার বিয়েতে অনুপস্থিত পল্লবী! আমন্ত্রণটুকুও পাননি?

পাঁচ মাসেই বন্ধ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল: উল্লেখ্য, আগে সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হলেও মাস খানেক আগে দুপুর সাড়ে তিনটের স্লটে পাঠানো হয়েছে পুবের ময়নাকে। আর বিকেলের স্লটে রাখা হয়েছে ‘অমর সঙ্গী’কে। কিন্তু স্লট বদলানোর পরেও টিআরপি ওঠার নাম নেই নীল শ্যামৌপ্তির ধারাবাহিকে (Serial)। শেষ টিআরপি তালিকাতেও অমর সঙ্গীর নম্বর মোটে ২.৮।

আরো পড়ুন : কাবু করতে পারেনি ক্যানসার, সিরিয়ালের শেষ দিনে সেটে ফিরলেন জলসার অভিনেত্রী

শোনা যাচ্ছে, দুবার স্লট বদলানোর পরেও টিআরপিতে কোনো হেরফের না হওয়ায় এবার ধারাবাহিকটি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। আগামী মাসেই সিরিয়ালটির অন্তিম পর্বের শুটিং হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে অন্যদিকে ‘মিঠিঝোরা’ এবং ‘নিম ফুলের মধু’ও শেষ করার দাবি উঠছে দর্শকদের একাংশের তরফে। এমন পরিস্থিতিতে কোন মেগার গল্পে ইতি টানা হবে তা জানতেই মুখিয়ে রয়েছেন সিরিয়াল প্রেমীরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর