হিসেব উলটে দিল জি বাংলা, ৫ নয়, ৬ মাসের এই সিরিয়ালের গল্প শেষ করছে চ্যানেল!

বাংলাহান্ট ডেস্ক : আবারো বড়সড় চমক দিল জি বাংলা। এই মুহূর্তে এই চ্যানেলে একের পর এক টুইস্ট এসেই চলেছে। একাধিক কারণে এই মুহূর্তে চর্চায় রয়েছে চ্যানেল। টিআরপি তালিকায় একদিকে যেমন ঝড় তুলছে বিভিন্ন সিরিয়ালগুলি (Serial)। তেমনি আবার কয়েকটি মেগা শেষও হতে বসেছে এই চ্যানেলে। শুরু হচ্ছে নতুন তিনটি সিরিয়াল। আবার গুঞ্জনের তালিকায় রয়েছে আরো কয়েকটি ধারাবাহিক (Serial)।

চর্চায় রয়েছে জি বাংলার সিরিয়াল (Serial)

তিনটি সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে এই চ্যানেলে। তেমনি আবার শেষের মুখে পৌঁছে গিয়েছে একগুচ্ছ সিরিয়াল। জি বাংলায় দু দুটি নতুন সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে মার্চের প্রথম সপ্তাহেই। ‘দুগ্গামণি ও বাঘমামা’ শুরু হচ্ছে আগামী ৩ রা মার্চ থেকে। অন্যদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ শুরু হতে চলেছে আগামী ১০ ই মার্চ থেকে।

This zee bangla serial may emd in 6 months

এসেছে নতুন প্রোমো: তৃতীয় নতুন সিরিয়ালের (Serial) নাম হতে চলেছে ‘তুই আমার হিরো’। প্রধান চরিত্রে রুবেল দাসের বিপরীতে থাকবেন মোহনা মাইতি। প্রোমো শুট শেষ হওয়ার পর এপিসোডের (Serial) শুটিংও শুরু হয়ে গিয়েছে বলে খবর। আর এবার সামনে এল প্রথম ঝলক। রুবেলকে দেখা গিয়েছে ঝাঁ চকচকে অবতারে। অন্যদিকে মোহনার সাদাসিধে লুকও নজর কেড়েছে। চ্যানেলের তরফে জানানো হয়েছে, এক সাধারণ মেয়ের সাথে সুপারস্টারের প্রেমের গল্প নিয়ে আসছে এই নতুন ধারাবাহিক (Serial)।

আরো পড়ুন : মাটির নিচে ১৪ কোটি বছরের “গুপ্তধন”, পড়শি রাজ্যে বিরাট সাফল্য ভূতাত্ত্বিকদের, জানলে হবেন “থ”

বন্ধ হচ্ছে একগুচ্ছ মেগা: অন্যদিকে দুটি সিরিয়ালকে (Serial) জায়গা দিতে শেষ করে দেওয়া হচ্ছে পুরনো দুটি ধারাবাহিক। শেষ হয়ে যাচ্ছে ‘মালা বদল’ এবং ‘নিম ফুলের মধু’। ইতিমধ্যেই মালা বদলের স্লটে পাঠানো হচ্ছে মিঠিঝোরাকে। আর সাড়ে নটার সময়ে আসছে দুগ্গামণি। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘আনন্দী’ও নাকি টিআরপির কোপে পড়ে বিদায় নিতে বসেছে। তবে এবার এল নতুন খবর।

আরো পড়ুন : জি-কে কড়া চ্যালেঞ্জ, দেব-যশের “ধামাকা” পারফরম্যান্স, গীতা-কথা-ঝিল্লিরা জমিয়ে দিলেন পরিবার অ্যাওয়ার্ড!

টেলিপাড়ায় নয়া গুঞ্জন বলছে, আনন্দী নয়, বরং শেষ হয়ে যাচ্ছে অন্য একটি সিরিয়াল। গত অগাস্ট মাসে পথচলা শুরু করেছিল ‘অমর সঙ্গী’। কিন্তু এখনো পর্যন্ত স্লট লিডার হতে পারেনি সিরিয়ালটি। লাভ মেলেনি সময় বদলেও। তাই এবার শোনা যাচ্ছে, নীল শ্যামৌপ্তির এই মেগাটিকেই নাকি এবার শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। সঙ্গে আরো দু মাস সময় দেওয়া হয়েছে মিঠিঝোরাকে। তবে চ্যানেলের তরফে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি। শেষমেষ মালা বদল, নিম ফুলের পর কার কপাল পোড়ে সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর